IPL Gujrat Titans Captain Hardik Pandya Traded To Mumbai Indians Captains Traded Earlier As Well Know In Details

মুম্বই : জোরদার জল্পনার পর টানটান উত্তেজনা। শেষমেশ ‘ঘরে’ ফেরা। আইপিএলের (IPL) ইতিহাসে অন্যতম সেরা দলবদলের খতিয়ানে নথিভুক্ত হয়ে গিয়েছে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সে ফেরা। গুজরাত টাইটান্সের অধিনায়কের দায়িত্ব ছেড়ে নিজের পুরনো দলে ফিরলেন বর্তমানে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অধিনায়কের দলছাড়ার খতিয়ান অবশ্য নতুন নয়। এর আগেও কয়েকবার যে ঘটনার সাক্ষী হয়েছিল বিশ্বের সেরা টি ২০ লিগ।

তবে ফ্র্যাঞ্চাইজি দলের ক্যাপ্টেনের দায়িত্ব পেয়ে খেতাব জেতানোর পর দল পাল্টানো প্রথম অধিনায়ক হার্দিকই। শুধু তাই নয়, গুজরাত টাইটান্স (Gujrat Titans) শিবিরে দুটো মরশুম অধিনায়কের দায়িত্ব সামলেছেন হার্দিক। আর দু’বারই ফাইনালে খেলেছে আইপিএলের আমদাবাদের ফ্র্যাঞ্চাইজিটি। ২০২২ সালে খেতাব জিতেছিল। আর ছিল গত আইপিএলের ফাইনালিস্ট। হঠাৎই হার্দিকের সঙ্গে গুজরাত ম্যানেজমেন্টের সম্পর্ক তলানিতে ঠেকে বলেই ক্রিকেটমহলে খবর ছড়ায়। আর যার পরই নিজেদের পুরনো স্টার ক্রিকেটারদের ফিরে পেতে মরিয়া হয়ে ঝাঁপায় আইপিএলের ইতিহাসে সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।

২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই বরোদার অলরাউন্ডারকে প্রথম পেয়েছিল আইপিএল। তারপর থেকে ক্রমশ নিজের পারফরম্যান্সের মাধ্যমে হার্দিক হয়ে ওঠেন দেশের অন্যতম সেরা অলরাউন্ডার। প্রথমবার ১০ লাখ টাকায় হার্দিককে দলে কিনেছিল মুম্বই। খেলেছেন টানা ৭ মরশুম। তারপর মাঝে দু’বছর গুজরাতে খেলা হার্দিক এবারে মুম্বইয়ে ফিরলেন ১৫ কোটি টাকায়. শুধু তাই নয়, হার্দিককে তুলে নিতে বিপুল অঙ্কের ট্রান্সফার ফি-ও দিচ্ছে মুম্বই।

আইপিএলের ইতিহাসে এর আগে দু’বার কোনও ফ্র্যাঞ্চাইজির অধিনায়ককে দল ছাড়তে দেখা গিয়েছিল। প্রসঙ্গত, দুটো ঘটনাই ২০২০ মরশুমের ঠিক আগে। যে তালিকায় দুই ক্রিকেটারের নাম আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। ২০১১ থেকে রাজস্থান রয়্যালস শিবিরের সদস্য ছিলেন রাহানে। পরে পেয়েছিলেন অধিনায়কের দায়িত্বও। যদিও ২০২০ মরশুমে রাজস্থান ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন জিঙ্কস। সেই মরশুমেই পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব করে আসে রবিচন্দ্রন অশ্বিনকেও দলে নিয়েছিল আইপিএলের দিল্লি ফ্র্যাঞ্চাইজি।          

আরও পড়ুন- ৩ মাস আগেই পাকা কথা! হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন যেন বলিউডের থ্রিলার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।