IPL Hardik Swagat Mumbaiu Indians Thrilled To Welcome Back All Rounded Gujrat Titans Opens Up After Muck Talked Trade

মুম্বই : ফুটবলের দলবদলে যে টানটান উত্তেজনা দেখতে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের (IPL) সুবাদে ক্রিকেটেও মিলেছে সেই স্বাদ। জল্পনার স্রোত পেরিয়ে শেষমেশ হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) আমদাবাদ থেকে এসে পৌঁছেছেন মুম্বইয়ে। ট্রেডিংয়ের নির্দিষ্ট সময়ের শেষে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের প্রকাশিত খেলোয়াড় তালিকা দেখে অনেকেই ভেবেছিলেন ভারতের এই মুহূর্তের অন্যতম সেরা অলরাউন্ডারের ‘ঘরে’ ফেরার ইচ্ছার সলিল-সমাধি হয়েছে। যদিও নাটকের শেষ অঙ্ক বাকি ছিল তখনও। সরকারিভাবে সেটা মিটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পাণ্ড্য।

হার্দিক মুম্বইয়ে ফিরে যে বেশ খানিকটা আবেগপ্রবণ সেটা বুঝিয়ে সোশাল মিডিয়ায় ঘরে ফেরার বার্তা দিয়েছেন। অপরদিকে, আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কর্তারা ‘হার্দিক স্বাগত’ জানিয়েছেন তাঁকে। এর মাঝেই আবার প্রথমবার মুখ খুলেছে গুজরাত শিবির। ক্রিকেটমহলের গুঞ্জন ছিল, গুজরাত ম্যানেজমেন্টের সঙ্গে হার্দিকের বনিবনা না হওয়ার সুযোগ পেতে লাফিয়ে পড়ে সাফল্য পেয়েছে মুম্বই।

গুজরাত শিবিরকে আইপিএল খেতাব জেতানো অধিনায়ক দল ছাড়ার পর তাঁদের টিম ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি জানিয়েছেন, ‘হার্দিক গুজরাত টাইটান্সের প্রথম দুই সফল আইপিএল মরশুমের অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার ওঁর ইচ্ছাকে টিম গুরুত্ব দিয়েছে। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতে চাই’। হার্দিককে হারানোর পরে শুভমন গিলকে (Subhman Gill) অধিনায়ক ঘোষণা ও তাঁর নেতৃত্বে আইপিএলে ভাল পারফরম্যান্সের আশা প্রকাশও করেছে গুজরাত টাইটান্স (Gujrat Titans) ফ্র্যাঞ্চাইজি।

অপরদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার অম্বানি গোষ্ঠী হার্দিককে ফেরানোর কাজ সফলভাবে করতে পেরে প্রবল উচ্ছ্বসিত বলেই সূত্রের খবর। মুম্বই ইন্ডিয়ান্সের পোস্ট করা এক ভিডিওতে হার্দিক বলেছেন, ‘২০১৩ সালে আমার প্রতিভা খুঁজে পাওয়ার পর মুম্বইই ২০১৫ সালে প্রথমবার খেলার সুযোগ দিয়েছিল। তাই মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে পারাটা আমার কাছে ঘরে ফেরার মতো। ১০ বছরের ক্রিকেট কেরিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ মুম্বই শিবিরের সদস্য হিসেবে খেলা। জানি, মুম্বইয়ের ক্রিকেটভক্তদের সমর্থন ফের একবার পাব।’ 

 

 

 


 

 

আরও পড়ুন- আইপিএলে হার্দিক-চমক, দলবদলের বাজারে মুম্বইয়ের বাজিমাত আগেও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।