MS Dhoni’s Run Out Dismissal At 2019 World Cup Semifinal: Martin Guptill Opens Up On Hate Mails He Still Receives

দেহরাদূন: একটা থ্রো বিশ্বকাপে (ODI World Cup) ভারতীয় শিবিরে আঁধার নামিয়েছিল। রান আউট হয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের ফাইনালে ওঠার স্বপ্নও শেষ হয়ে গিয়েছিল ওই একটা থ্রোয়ে।

২০১৯ সালের বিশ্বকাপ। সেমিফাইনালে উঠেছিল ভারত। সামনে ছিল নিউজ়িল্যান্ড। স্বল্প রানের পুঁজি নিয়েও যারা হারিয়ে দিয়েছিল ভারতকে। আর ধোনি রান আউট হতেই ভারতের স্বপ্নের সলিলসমাধি হয়েছিল। রান আউটের থ্রো-টা করেছিলেন মার্টিন গাপ্টিল। নিউজ়িল্যান্ডের ক্রিকেটার জানালেন, সেই ঘটনার পর চার বছর কেটে গেলেও এখনও তাঁকে হুমকি চিঠি পাঠানো হয়। পাঠান ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

চার বছর আগে ম্যাঞ্চেষ্টারে ওল্ড ট্র্যাফোর্ডে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) ভারত ও কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজ়িল্যান্ড। লন্ডনে বৃষ্টির দাপটে দু’দিন ধরে হয়েছিল সেমিফাইনাল। নিউজ়িল্যান্ডের ২৩৯ রান তাড়া করতে নেমেছিল বিরাট বাহিনী। ব্য়াট করতে নেমে ৯২ রানে চলে গিয়েছিল ভারতের ছয় উইকেট। ভারতের টপ অর্ডার ফিরে গিয়েছিল মাত্র তিন রানে। কে এল রাহুল, রোহিত শর্মা ও বিরাট ব্যর্থ হয়েছিলেন ব্যাট হাতে। চার নম্বরে নেমে ঋষভ পন্থ ৩২ রান করেন। পাঁচ নম্বরে নেমে দীনেশ কার্তিক করেছিলেন ছয় রান। হার্দিক পাণ্ড্য ফিরেছিলেন ৩২ রানে। এরপর ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন দু’জন। ধোনি (MS Dhoni) ও রবীন্দ্র জাডেজা। তবে ৪৯ ওভারে এসে থেমে যায় ধোনির ব্য়াট! ভারতের স্কোরবোর্ডে তখন ২১৬ রান। ৭২ বলে ৫০ করে ধোনিকে ফিরতে হয়েছিল রান আউট হয়ে। আর সেই রান আউট করেছিলেন কিউয়ি ব্য়াটার মার্টিন গাপ্টিল (Martin Guptill)। 

গাপ্টিল বলেছেন, ‘দেখুন জীবনের খুব দ্রুত ঘটে যাওয়া মুহূর্তগুলির মধ্যে ছিল ওই ঘটনা। শুধু আমার মনে আছে, বল আমার দিকে এগিয়ে আসছে। আমি দৌড়ে বলটি কুড়িয়ে থ্রো করতে চেয়েছিলাম। জানতাম যে, স্টাম্পে থ্রো করার কোনও সুযোগই নেই। কিন্তু ভেবেছিলাম একবার চেষ্টা তো করে দেখি। অর্ধেক স্টাম্প লক্ষ্য করেই ছুড়েছিলাম। বলতে পারেন আমি খুব ভাগ্যবান ছিলাম। একেবারে পারফেক্ট থ্রো হয়ে গিয়েছিল। তবে এটা বলতে পারি যে, গোটা ভারত মোটেই আমাকে পছন্দ করে না। এখনও প্রচুর ঘূণামূলক ই-মেল পাই।’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আপনার প্রিয় ক্রিকেটারকে কি ছেড়ে দিল, না ধরে রাখল তাঁর ফ্রাঞ্চাইজি ? দেখুন পূর্ণাঙ্গ তালিকা