Road accident: কালিম্পংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৪০০ ফুট নিচে তিস্তায় পড়ে গেল গাড়ি, মৃত ২

পাহাড়ে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ে গেল গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আজ সোমবার সকালে ৪ চাকা গাড়িতে করে সিকিম থেকে শিলিগুড়ি যাচ্ছিলেন দুজন। সেই সময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে ৪০০ ফুট নীচে তিস্তা নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনায় মৃতদের নাম হল বিশাল ছেত্রী ও থুপদেন ভুটিয়া। দুজনেই সিকিমের বাসিন্দা। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকে।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত ৩৮, আরও অনেকের মৃত্যুর শঙ্কা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিকুভিড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন কোনওভাবে গাড়িটি রাস্তা থেকে খাদে পড়ে যায়। এরফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে তিস্তা ফাঁড়ির পুলিশ এবং দমকল। গাড়িটি তিস্তা নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তিস্তা রঙ্গিত রেসকিউ টিমও সেখানে পৌঁছয়। তারা গাড়িটিকে উদ্ধার করতে সক্ষম হয়। হাইড্রা ক্রেন নিয়ে গাড়িটিকে উদ্ধার করা হয়। গাড়িটিকে তুলতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয় পুলিশকে। গাড়ি তোলার সময় রাস্তায় বেশ কিছুক্ষণ যানজট দেখা দেয়। উদ্ধার কাজ শেষ হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। দুজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গিয়েছে, বিশালের বাড়ি  সিকিমের মেলি এবং থুপদেনের বাড়ি সিকিমের গেজিং এলাকায়।

এবিষয়ে কালিম্পংয়ের পুলিশ সুপার অপরাজিতা রাই জানান, তিস্তায় গাড়ি উলটে যাওয়ার ফলে যে দুজন তলিয়ে গিয়েছিল তাদের উদ্ধার করা হয়েছে। দুজনের যেহেতু সিকিমের বাসিন্দা তাই তাদের দেহ পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য সিকিম পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন তিস্তা নদী থেকে গাড়িটি উদ্ধার করতে প্রায় কয়েক ঘণ্টা সময় লাগে। দু’জনের দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এছাড়াও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, গাড়ি উদ্ধারকে কেন্দ্র করে  জাতীয় সড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে । উদ্ধারকাজ শেষ হওয়ার পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। প্রসঙ্গত, কালিম্পংয়ের পাহাড়ি রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত বছর কালিম্পংয়ের চুইখিম এলাকায় পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়েছিল গাড়ি। তাতে ১২ জন আহত হয়েছিলেন।