Shantanu Sen on PM Modi: তেজস বিমান চড়া নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ, শান্তনু সেনের কথায় রাশ টানল দল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেজস বিমানে চড়া নিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। বেশ কয়েকটি উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রীকে কার্যত ‘অপয়া’ বলেছিলেন সাংসদ। তাঁর এই মন্তব্যকে নিয়ে বিতর্ক তৈরি হতেই শান্তনু সেনকে সাংবাদমাধ্যমে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলল তাঁর দল।

শনিবার এক সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রীর তেজস বিমানে চড়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন। সেখানেই তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যতবার গিয়েছেন ইসরোর চন্দ্রযান অভিযান ব্যর্থ হয়েছে। তাঁর সঙ্গে কথা বলার পরই কঙ্গনা রানাউতের সিনেমা সুপারফ্লপ হয়। যখন বিরাট কোহেলি তাঁর সঙ্গে হাত মেলান, তারপর টানা তিন বছর আর কোনও সেঞ্চরি পাননি। আবার টানা জিতলেও তিনি স্টেডিয়ামে যাওয়া বিশ্বকাপ হারাতে হল ভারতকে। আমি আশঙ্কা করছি, যে বিমানে উড়েছেন সেটি না ভেঙে পড়ে।’

সংসদের এই মন্তব্যের পর তৈরি হয় তুমুল বিতর্ক। এই মন্তব্যের প্রেক্ষিতে শান্তনু সেনের মিডিয়ায় কথা বলাতে রাশ টেনেছে। তৃণমূল সূত্রে খবর, তাঁর এই মন্তব্যকে অসংবেদনশীল বলা হয়েছে। দলের তরফে তাঁকে জানানো হয়েছে, তিনি যেন মিডিয়ায় আর কোনও মন্তব্য না করেন। এই সিদ্ধান্ত নিয়ে সাংসদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দেশে তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান তেজসের নয়া সংস্করণে শনিবার সওয়ার হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ওড়ালেন তেজস যুদ্ধবিমান। একেই কটাক্ষ করেন শান্তনু।