আর ফ্রি নয় Google Pay? এই UPI পেমেন্ট করলেই লাগতে পারে ফি

দোকানে কিছু কিনতে গেলেন। কিন্তু আপনার কাছে নগদ টাকা নেই। গুগল পে দিয়ে পেমেন্ট করে দিলেন অনায়াসে। তবে এবার মনে করা হচ্ছে গুগল পে তে কিছু ক্ষেত্রে এবার চার্জ দিতে হবে।আর ফ্রিতে সব পরিষেবা পাওয়ার দিন শেষ। এবার কিছুক্ষেত্রে নির্দিষ্ট চার্জ ধার্য করা হতে পারে।

গতকয়েকদিনের একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গুগল পে এবার কিছু ক্ষেত্রে ফি ধার্য্য করছে। মূলত মোবাইল রিচার্জের জন্য যদি কেউ গুগল পে ব্য়বহার করেন তবে তাদের ক্ষেত্রে চার্জ লাগু হতে পারে। এমনটাই একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে।

তবে গুগল এনিয়ে অফিসিয়ালি কিছু জানায়নি। তবে নেটিজেনদের দাবি মোবাইল রিচার্জ করতে গেলে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। মানে ১ টাকা থেকে তিন টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে রিচার্জ করার জন্য। তবে এনিয়ে হিন্দুস্তান টাইমস বাংলা বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে পারেনি।

তবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, কিছু লেনদেনের ক্ষেত্রে এই গুগল ফি নেওয়া হতে পারে। কিন্তু সেটা শুধু মোবাইল রিচার্জের মধ্য়ে সীমাবদ্ধ থাকবে এমনটা নয়। প্রতি লেনদেনের পরে আপনাকে জানানো হতে পারে সেক্ষেত্রে কোনও ফি লাগছে কি না।

তবে কেবলমাত্র গুগল পে চার্জ নেবে এমনটা নয়। পেটিএমও কিছুক্ষেত্রে চার্জ নিয়ে থাকে বলে খবর। এদিকে বর্তমানে অনলাইন পেমেন্ট বহুল প্রচলিত। পানের দোকান থেকে মুদিখানা, সবজি বাজার থেকে শপিং মল সর্বত্র অনলাইন পেমেন্টের ব্যবস্থা। প্রচুর মানুষ অনলাইনে কেনাকাটা করেন। মোবাইলে রিচার্জও করেন।