Khejuri Bandh: বিজেপির খেজুরি বনধে নন্দীগ্রাম আন্দোলনের কায়দায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ

বিজেপি নেতা রবীন মান্নাকে গ্রেফতারির প্রতিবাদে শুভেন্দু অধিকারীর ডাকা ১২ ঘণ্টার বনধে ব্যহত হল খেজুরির জনজীবন। সোমবার সকাল থেকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। যার জেরে থমকে যায় যান চলাচল। সকালের দিকে কয়েকটি দোকান খুললেন বিজেপি কর্মীরা পথে নামলে সেগুলিও বন্ধ হয়ে যায়। যদিও তৃণমূলের দাবি বনধ ব্যর্থ।

গত শনিবার তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় বিজেপির মণ্ডল সভাপতি রবিন মান্নাকে দলীয় সভায় যাওয়ার পথে গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশ। খবর পেয়ে তাঁর খোঁজ শুরু করেন বিজেপি নেতারা। খেজুরি থানা বা হেঁড়িয়া ফাঁড়িতে তাঁর খোঁজ পাওয়া যায়নি। এর পর জানা যায় তিনি মারিশদা থানায় রয়েছেন। খবর পেয়ে মারিশদা থানায় পৌঁছন শুভেন্দুবাবু। সেখানে পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। বেরিয়ে সোমবার ১২ ঘণ্টার খেজুরি বনধ ডাকেন তিনি।

শুভেন্দু অধিকারীর ডাকা বনধে সোমবার সকাল থেকে খেজুরিতে যানবাহন ছিল অন্য দিনের থেকে কম। অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। বেলা বাড়তে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। এর ফলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। বন্ধ হয়ে যায় সমস্ত দোকানপাট।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রবিন মান্নার গ্রেফতারির প্রতিবাদে ৩০ নভেম্বর মারিশদা থানা ঘেরাও করবে বিজেপি। তৃণমূলের দাবি, বিজেপি এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। তবে বনধকে সমর্থন করেনি সাধারণ মানুষ। বনধ ব্যর্থ। রবিবার ধৃত বিজেপি নেতাকে কাঁথি মহকুমা আদালতে পেশ করলে ২ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।