Dinosaur extinction: উল্কাপাত নয়, অন্য এক ঘটনাই মুছে ফেলে ডাইনোসরদের! তারই খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জলবায়ুর বদলই ছিল কালপ্রিট। বিশাল মহাদেশ জুড়ে একের পর এক আগ্নেয়গিরির অগ্নুৎপাত। বিস্তীর্ণ লাভা ছড়িয়ে পড়ায় দ্রুত বদলাতে থাকে পৃথিবীর জলবায়ু। আর সেই বদলে যাওয়া জলবায়ুই প্রাণ কেড়েছিল‌ ডাইনোসরদের। সম্প্রতি আন্তর্জাতিক গবেষক দলের একটি গবেষণায় উঠে এল এমনই তথ্য। গবেষণার জন্য নমুনা হিসেবে বেছে নেওয়া হয়েছিল ভারতে দক্ষিণ ও মধ্য অংশ। মধ্য ও দক্ষিণ ভারতের ভূপ্রাকৃতিক অবস্থা বিশ্লেষণ করেই এমনটা জানা গিয়েছে।

(আরও পড়ুন: নিঃশব্দে মারাত্মক রোগ ডেকে আনে ইউরিক অ্যাসিড! সুস্থ থাকতে কোন কাজটি করবেন)

এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল মহাকাশ‌ থেকে ছুটে আসা কিছু উল্কা আছড়ে পড়ে পৃথিবীতে ‌। তার জেরেই বদলে যায় জলবায়ু। বদলে যায় পৃথিবীর ভূপ্রাকৃতিক গঠন। একই সঙ্গে এই উল্কাপাতের জের সইতে হয় ডাইনোসরদের। গোটা ডাইনোসর প্রজাতি ধ্বংস হয়ে যায় উল্কাপাতের জেরে। তবে এই তত্ত্বের বদলে  এবার অন্য একটি তত্ত্ব খাড়া করলেন গবেষকরা।

ডাইনোসরদের গোটা প্রজাতি পৃথিবী থেকে মুছে গিয়েছে কয়েক কোটি বছর আগেই। কিন্তু কীভাবে? এই নিয়ে এঅআধিক তত্ত্ব প্রচলিত রয়েছে। সেই তত্ত্বের সপক্ষে বিজ্ঞানীরা নানা সময় বিভিন্ন প্রমাণও খুঁজে বার করেছেন। এবার দক্ষিণ ও মধ্য ভারতেও তেমন প্রমাণ মিলল। দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক গঠন দেখেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা‌।

(আরও পড়ুন: পরিবেশবান্ধব বাহিনী গড়ছে কলকাতা পুরসভা! HS উত্তীর্ণদের নিয়োগ)

সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়। মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে, ব্যাপক হারে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেই পৃথিবীর জলবায়ু দ্রুত হারে বদলাতে শুরু করেছিল। যার সরাসরি প্রভাব পড়ে ডাইনোসরদের উপর। গোটা প্রজাতিকে নিশ্চিহ্ণ করে দেয় ওই জলবায়ুর পরিবর্তন। 

দাক্ষিণাত্যের এই অঞ্চলে আদতে কতটা সালফার ও ফ্লুওরিন ছিল তা খতিয়ে দেখা হয়। প্রায় দুই লাখ বছর আগে এই প্রাকৃতিক বিপর্যয়টি ঘটে। সেই রাসায়নিকগুলির ভিত্তিতেই তথ্যপ্রমাণ খোঁজার কাজ চালিয়ে গিয়েছে গবেষকরা। এই সালফার বাইরে বেরিয়ে আসার উপর নজর রাখা হয়েছে। মালভূমির উপর কতটা স্তর গড়েছে তাও খতিয়ে দেখেছেন তাঁরা। অবশেষে এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা।