Glenn Maxwell, Steve Smith Among 6 Australian Players Released From T20I Squad Vs India Get To Know

মেলবোর্ন: বিশ্বকাপ জয়ের পরই কামিন্স, স্টার্ক, লাবুশেনরা দেশে ফিরে গিয়েছিলেন। টি-টোয়েন্টি স্কোয়াডে ম্যাথু ওয়েডের (Matthew wade) নেতৃত্বে ভারতের বিরুদ্ধে খেলছে অজি ব্রিগেড। প্রথম দু ম্যাচে হারতে হয়েছে ক্যাঙ্গারু বাহিনীকে। আজ তৃতীয় টি-টোয়েন্টি (T 20 Series)। সিরিজ বাঁচানোর জন্য় এই ম্যাচ জিততেই হবে অজিদের (India vs Australia)। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই বিশ্বকাপজয়ী অজি স্কোয়াডের ৬ জনকে ছেড়ে দিল টিম ম্যানেজমেন্ট। ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া শিবিরের গুরুত্বপূর্ণ সদস্য গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), স্টিভ স্মিথ (Steve Smith), মার্কাস স্টোইনিস, জশ ইংলিশ দেশে ফিরে যাচ্ছেন। তালিকায় রয়েছেন সিন অ্যাবট ও অ্যাডাম জাম্পাও। 

২৯ বছরের ট্রাভিস হেড প্রথম ম্যাচে খেলেননি। অবশ্য স্কোয়াডে তিনি ছিলেন। বাকি তিন ম্যাচেও অজি স্কোয়াডে থাকবেন হেড। অন্যদিকে, অজি স্কোয়াডে ঢুকে পড়লেন বেন ম্যাকডারমট, জশ ফিলিপ, বেন ডরসুইস ও ক্রিস গ্রিন। উল্লেখ্য, ম্যাথু ওয়েডের নেতৃত্বে চলতি সিরিজে খেলছে অজি শিবির। 

উল্লেখ্য, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ২ দল মুখোমুখি হতে চলেছে। প্রথম দুটো ম্যাচেই একপেশে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। বিশেষ করে ভারতের তরুণ ব্যাটিং লাইন আপ দুর্দান্ত পারফর্ম করছে চলতি সিরিজে। আজ জিতলেই সিরিজ মুঠোয়। বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত এখনও দগদগ। তার মধ্যে এই সিরিজ জয় কিছুটা প্রলেপ হয়ত দিতে পারবে সেই ক্ষততে। 

এমনিতে উইনিং কম্বিনেশনে খুব একটা ভাঙতে দেখা যায় না ভারতীয় ক্রিকেট দলের টিম ম্য়ানেজমেন্টকে। কিন্তু প্রথম দুটো ম্যাচে বোলিং বিভাগে কিছুটা দুর্বলতা চোখে পড়েছে। শামি, বুমরা, সিরাজের অনুপস্থিতি কিছুটা বোঝা গিয়েছে। তাই তৃতীয় টি-টোয়েন্টিতে হয়ত দুটো বদলের পথে হাঁটতে পারে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। সেক্ষেত্রে অর্শদীপ সিংহের জায়গায় ঢুকতে পারেন আবেশ খান ও অক্ষর পটেলের জায়গায় ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর। অর্শদীপ প্রথম দুটো ম্যাচে বল হাতে একেবারেই আশানরূপ পারফর্ম করতে পারেননি। ওভার প্রতি ১০ এর বেশি রান খরচ করেছেন তিনি। অন্যদিকে অক্ষর পটেলকেও আহামরি মনে হয়নি প্রথম দুটো ম্যাচে। দ্বিতীয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট পাওয়া একমাত্র সাফল্য তাঁর, বলা যেতে পারে। সেক্ষেত্রে আবেশ ও ওয়াশিংটনকে সুযোগ দেওয়া হতে পারে। তবে জিতেশ শর্মা ও শিভম দুবেদের হয়ত রিজার্ভ বেঞ্চেই কাটাতে হবে।