Madhyamik exam: মাধ্যমিক পরীক্ষায় অফিসার ইনচার্জদের বাড়তি দায়িত্ব, উঠছে প্রশ্ন

আর কয়েক মাস পরে মাধ্যমিক পরীক্ষা। তার আগে নয়া নির্দেশ জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই নির্দেশ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তাতে বলা হয়েছে, পরীক্ষার সময় কোনও ধরনের কোনও সমস্যা হলে তার জন্য অফিসার ইনচার্জরা দায়বদ্ধ থাকবেন। তাছাড়া, এতদিন পরীক্ষা সংক্রান্ত কোনও সমস্যা হলে তার রিপোর্ট পাঠানো হত পরীক্ষার পরে। তবে এবার কোনও সমস্যা হলে পরীক্ষা চলাকালীনই সঙ্গে সঙ্গে রিপোর্ট জানাতে হবে পর্ষদের কাছে। এই নির্দেশ ঘিরে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

আরও পড়ুন: পাঁচটি নতুন বই পড়ুয়াদের দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ, নয়া পাঠ্যবই কেন আনা হচ্ছে?‌

সাধারণত অফিসার ইনচার্জদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করতে হয়। যেমন থানা বা ট্রেজারি থেকে প্রশ্নপত্র সংগ্রহ করা, সেগুলি সঠিকভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া। এছাড়াও, রাউন্ড দেওয়া এবং পরীক্ষা শেষে ওই সমস্ত কেন্দ্র থেকে উত্তরপত্র সংগ্রহ করে প্যাকেজিং করা এবং সবশেষে সেগুলি পার্সেল করে আবার পর্ষদে পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হয় অফিসার ইনচার্জদের। সে ক্ষেত্রে আরও বাড়তি দায়িত্ব দেওয়া হলে তাঁরা সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করছেন। জানা গিয়েছে, এতদিন অফিসার ইনচার্জদের দায়বদ্ধতা ছিল না। তবে এবার থেকে তাঁদের দায়বদ্ধ থাকতে হবে। পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজ তাদের করতে হবে। তাছাড়া স্কুলের পর্ষদের স্বীকৃতি রয়েছে কিনা সে বিষয়টিও যাচাই করতে হবে। পরীক্ষা চলাকালীন কোনও রকম সমস্যা দেখা দিলে অফিসার ইনচার্জরা সুপারভাইজারদের মাধ্যমে পর্ষদকে বিষয়টি সঙ্গে সঙ্গে জানাবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে পরে জানালে অফিসার ইনচার্জদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

পর্ষদের এই নির্দেশিকা নিয়ে আধিকারিকদের বক্তব্য, আগে কোনওরকম সমস্যা দেখা দিলে পরীক্ষার পরে রিপোর্ট জমা দিতে হত। তবে এবার পরীক্ষা চলাকালীন নিয়মিত সেই রিপোর্ট দিলেও একাধিক সংবেদনশীল জায়গায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্ভব নয়। তাছাড়া পরীক্ষার সময় পর্যাপ্ত নিরাপত্তা থাকে না বলেও অভিযোগ করেছেন অফিসাররা। মাধ্যমিক পরীক্ষায় সাধারণত অফিসার ইনচার্জের দায়িত্ব করে থাকেন ডিআইয়ের অধীনস্থ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টররা। কিন্তু, ডিআই অফিসেও পর্যাপ্ত আধিকারিক না থাকলে সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করে থাকেন বিডি অফিসের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এ বিষয়ে পর্ষদ সভাপতি রামানুজ বন্দোপাধ্যায় জানান, আগামী ২৯ নভেম্বর থেকে তিনি জেলা সফরে যাচ্ছেন। সেখানে জেলা প্রশাসন, আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলবেন। তাঁরা কাজ দায়িত্ব নিয়ে পালন করবেন বলে তিনি বিশ্বাস করেন।