Pakistan Cricketer Hasan Ali Expresses His Desire To Participate In The IPL

নয়াদিল্লি: বিশ্বের সেরা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল (Indian Premier League)। তবে মেগা টুর্নামেন্টের প্রথম পর্বের পর থেকে বিধিনিষেধের জেরে পাকিস্তানি খেলোয়াড়রা (Pakistan Cricket Team) আর আইপিএলে খেলার সুযোগ পাননি। তবে আইপিএলে যে সুযোগ পেতে পাকিস্তানি খেলোয়াড়রাও আগ্রহী, তা অকপটে স্বীকার করে নিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার হাসান আলি (Hasan Ali)।

কোনও রাখঢাক না করে হাসান আলি বলেন, ‘সকল খেলোয়াড়রই তো আইপিএলে খেলতে চায় এবং আমারও আইপিএল খেলার ইচ্ছা তো আছেই। ওটা বিশ্বের অন্যতম সেরা লিগ এবং ভবিষ্যতে সুযোগ আসলে আমি অবশ্যই এই টুর্নামেন্টে খেলতে চাইব।’ ২০০৮ সালে আইপিএলের প্রথম পর্বে শোয়েব আখতার, মিসবা উল হক, শাহিদ আফ্রিদি, কামরান আকমল, সোহেল তনবীররা আইপিএলে অংশগ্রহণ করেছিলেন। তবে দুই পড়শি দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের জেরে পাকিস্তান ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিষিদ্ধ হয়ে যায়। আজহার মামুদ পরবর্তীতে আইপিএলে অংশগ্রহণ করলেও, তিনি ইংল্যান্ডের নাগরিক হিসাবে নিলামে অংশগ্রহণ করায় আইপিএল খেলার সুযোগ পান।  

হাসান আলির টি-টোয়েন্টি রেকর্ড কিন্তু মন্দ নয়। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগে তিনি ওয়াহাবের রিয়াজের পর সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। পিএসএলে ৭২টি ম্যাচ খেলে হাসান আলি ৯৪টি উইকেট নিয়েছেন। আসন্ন মরশুমে আর ছয়টি উইকেট নিলেই মাত্র দ্বিতীয় বোলার হিসাবে পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে ১০০টি উইকেট নেওয়ার গণ্ডি পার করবেন হাসান আলি।

প্রসঙ্গত, সদ্যই আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি আসন্ন মরশুমের জন্য নিজেদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। গুজরাত হার্দিককে রিটেন করলেও, হইচই ফেলে দিয়ে তিনি ট্রেডিং পদ্ধতিতে আবার মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন। হার্দিকের দলবদল নিয়ে এবার গুজরাত শিবিরের তরফে মুখে খুললেন বিক্রম সোলাঙ্কি। গুজরাত শিবিরকে আইপিএল খেতাব জেতানো অধিনায়ক দল ছাড়ার পর তাঁদের টিম ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি জানিয়েছেন, ‘হার্দিক গুজরাত টাইটান্সের প্রথম দুই সফল আইপিএল মরশুমের অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার ওঁর ইচ্ছাকে টিম গুরুত্ব দিয়েছে। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতে চাই’।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ক্রিকেটাররা রোবট নয়, টি-টোয়েন্টি সিরিজ়ে অজ়িদের হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও সতীর্থদের পাশেই দাঁড়ালেন কামিন্স