Russia-Ukraine War: ইউক্রেনের গুপ্তচর সংস্থার প্রধানের স্ত্রীকে বিষ প্রয়োগ, খাবারে এসব মেশাল কে?

ইউক্রেনের মিলিটারি গুপ্তচরদের প্রধানের স্ত্রীকে বিষ প্রয়োগ করা হয়েছে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। মঙ্গলবার এজেন্সির তরফে একটা সংবাদ সংস্থা রয়টার্সকে একথা জানানো হয়েছে।

ওই মহিলার নাম মারিয়ানা বুদানোভ। তিনি হলেন কিরিলো বুদানোভের স্ত্রী। তিনি ইউক্রেনের গুপ্তচর সংস্থা GUR-এর প্রধান। এই যে ২১ মাস ধরে রাশিয়ার সঙ্গে তাদের লড়াই চলছে তার অন্য়তম গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ইউক্রেনের এই গুপ্তচর সংস্থা। আর তাঁর স্ত্রীকেই বিষ প্রয়োগ করা হয়েছে বলে খবর। ভারী ধাতব বিষ তাঁর উপর প্রয়োগ করা হয়েছে বলে খবর। GUR মুখপাত্র আন্দ্রি ইউসোভ জানিয়েছেন, হ্য়াঁ আমি নিশ্চিত করছি যে এই তথ্য়টি সঠিক। দুর্ভাগ্যবশত এটা সত্যি। তবে ঘটনাটি ঠিক কী হয়েছে সেটা তিনি বিস্তারিতভাবে কিছু জানাননি।

এদিকে রাশিয়ার মিডিয়া বার বারই ইউক্রেনের গুপ্তচর সংস্থার ওই প্রধানের সমালোচনা করেছে। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে এই যে ইউক্রেনের প্রতিরোধ তার নেপথ্য়ে অন্যতম ব্যক্তি হলেন এই কিরিলো বুদানোভ।অতীতে তাকে বার বার টার্গেট করা হয়েছে। এমনকী তাকে বার বার মেরে ফেলার চেষ্টা হয়েছে বলেও খবর। তাঁর বয়স ৩৭ বছর। তার গাড়িতেও বোমা ফেলার চেষ্টা হয়েছিল বলে খবর।

এদিকে গত বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের উপর হামলা চালিয়েছে রাশিয়া এমন দাবি করা হয়েছিল। তারপর এতগুলো মাস কেটে গিয়েছে। কিন্তু তার মধ্য়ে এবার বড় ঘটনা সামনে এল। গুপ্তচর সংস্থার প্রধানের স্ত্রীকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে খবর। এজেন্সির তরফে এটা নিশ্চিতও করা হয়েছে।

ইউক্রেনের মিডিয়াতে এনিয়ে রিপোর্টও প্রকাশিত হয়েছে। বাবেল বলে একটি পাবলিকেশনে উল্লেখ করা হয়েছে, ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ইউক্রেনের প্রাভদাতে উল্লেখ করা হয়েছে সম্ভবত খাবারে এই বিষ প্রয়োগ করা হয়েছিল। সেখানে এজেন্সির একাধিক কর্মী ওই খাবার খেয়েছিলেন। এদিকে মস্কোর তরফে আগেই বলা হয়েছিল রাশিয়ার মাটিকে এসে রাশিয়ার ব্লগার তথা সাংবাদিককে খুন করেছিল ইউক্রেন। তবে কিভের তরফে এই অভিযোগ মানা হয়নি। এবার গুপ্তচর সংস্থার প্রধানের স্ত্রীর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ।