আওয়ামী লীগের দাবির কারণে নির্বাচন স্বচ্ছ হচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের দাবির কারণে নির্বাচন এখন স্বচ্ছ হচ্ছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। মানুষ যেন তাদের ন্যায্য অধিকার নিতে না পারে সেই জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে নির্বাচনে দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছিল।’

বুধবার (২৯ নভেম্বর) বিকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী হওয়ায় বিরল উপজেলার কাঞ্চন মোড় এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুখ থেকে বঞ্চিত হয়েছিল। ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। আমরা জিয়াউর রহমানের সময় “হ্যাঁ, না” ভোট দেখেছি। দুই বাক্সে কোনও পার্থক্য ছিল না। যেটাই করতো সেটাই ফলাফল হতো। এই ধরনের নির্বাচন বাংলাদেশে আমরা দেখেছি।’

সামরিক জান্তা সরকার ক্ষমতায় আসার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা না থাকলে মানুষের ভোটাধিকার কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না। ২০০৮ সালের পর থেকে বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে সামরিক জান্তা সরকারের ক্ষমতা দখলের যে অপরাজনীতি তা সংবিধান সংশোধনের মধ্য দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।’