Ashish Nehra Refuses Offer Indian Cricket Team Coach For T20Is BCCI Report

মুম্বই: ৫০ ওভারের বিশ্বকাপের পরেই ভারতীয় কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিলই। তবে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার, ২৯ নভেম্বর ভারতীয় পুরুষ দলের (Indian Cricket Team) কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ বাড়ানোর ঘোষণা করা হয় বিসিসিআইয়ের (BCCI) তরফে। শুধু দ্রাবিড় নন, গোটা কোচিং স্টাফকেই নিজেদের পদে বহাল রাখা হয়েছে। 

কিন্তু খবর অনুযায়ী, বিসিসিআইয়ের তরফে আশিস নেহরাকে (Ashish Nehra) ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। গুজরাত টাইটান্সের প্রধান কোচের ভূমিকায় অল্প সময়েই বেশ প্রভাবিত করেছেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার। তাঁর কোচিংয়ে প্রথম বছরেই খেতাব জিতে নেয় গুজরাত টাইটান্স। এই বছর তাঁরা অল্পের জন্য খেতাব হাতছাড়া করে। ফাইনালে হারতে হয় টাইটান্সদের। এই দুর্দান্ত রেকর্ডের ফলেই সম্ভবত বিসিসিআই নেহরাকে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। 

সব ফর্ম্যাটের জন্য নয়, নেহরাকে কেবল টি-টোয়েন্টি ফর্ম্যাটেই ভারতকে কোচিং করানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বলে শোনা যাচ্ছে। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপরেই দ্রাবিড়কে সব ফর্ম্যাটের কোচ হিসাবেই ফের একবার দায়িত্ব দেওয়া হয়। বিশ্বকাপ ফাইনালে হারলেও দ্রাবিড়ের গত ২ বছরের কোচিং অভিজ্ঞতা ও দলে তাঁর উপস্থিতির যে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে, তাতে বোর্ড বেশ সন্তুষ্ট। তাই অন্ততপক্ষে টি-টােয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়কেই কোচ রাখার পক্ষে বোর্ড। তবে ঠিক কবে পর্যন্ত এই পদে বহাল থাকবেন দ্রাবিড়, তা এখনও জানানো হয়নি। 

বোর্ড তাঁর উপর আস্থা রাখায় কৃতজ্ঞতা জানিয়ে রাহুল দ্রাবিড় বলেন, ‘গত ২টো বছর আমরা একসঙ্গে চেষ্টা করেছিলাম। ভালো-খারাপ থাকেই। তবে এই দুটো বছর টিম আমাকে ভীষণ সাহায্য করেছে। ড্রেসিংরুমে যে সংস্কৃতি তৈরি হয়েছে, তার জন্য গর্বিত। প্রতিভা আর স্কিলের মিশ্রণে টিম পারফর্ম করেছে। বোর্ডকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য। বিশ্বকাপের পরে আমরা আবার নতুন চ্যালেঞ্জ নিতে শুরু করেছি। সেই ধারা বজায় থাকবে।’  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: টি-টােয়েন্টি বিশ্বকাপের পরই শ্রীলঙ্কা সফর, ৩ ম্যাচের ওয়ান ডে, টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত