Champions Trophy 2025 Set To Be Moved Out Of Pakistan As India Reluctant To Travel

নয়াদিল্লি : এশিয়া কাপে (Asia Cup) দেখা গিয়েছিল যে ছবি, সেটাই কি ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ? আইসিসি-র ইভেন্ট আয়োজনের সুযোগ হাতছাড়া হতে পারে পাকিস্তানের। জোরদার জল্পনা, এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে হতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও (ICC Champions Trophy 2025)। সঙ্গে আরওএ এক সম্ভাবনাও ঘুরপাক খেতে শুরু করেছে, যা হল পুরো প্রতিযোগিতাই সরে যাবে পাকিস্তান থেকে। পড়শি দেশের মাটি থেকে সরে গিয়ে দুবাইতে আয়োজিত হতে পারে আট দেশের আইসিসি ইভেন্ট। কারণ হিসেবে সামনে উঠে আসছে, ভারতের পড়শি দেশে না যেতে চাওয়া।

কূটনৈতিক সম্পর্কের শীতলতার জেরে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ ভারতের। দুই পড়শি দেশের ক্রিকেটারদের একে অপরের দেশে খেলতে যাওয়ার ঘটনাও হাতে গোনা। সম্প্রতি বিশ্বকাপে খেলতে পাকিস্তান দল ভারতে এলেও ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পড়শি দেশে যাওয়ার বিষয়ে খুব একটা ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে না। অন্তত, সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির খবর তেমনই। 

কিছুদিন আগে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও সেদেশে নিরাপত্তার কারণে খেলতে যেতে চায়নি ভারতীয় দল। যারপরে নতুন হাইব্রিড মডেলে এশিয়ার দেশগুলিতে ভাগ করে হয় খেলা। যাতে পাকিস্তানে ভারতের খেলা না পড়ে, সেভাবেই গড়ে তোলা হয় সূচি। ৮ দেশের প্রিমিয়ার আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যেতে পারে একই চিত্র। বা গোটা প্রতিযোগিতা আয়োজনের সুযোগই হারাতে পারে পাকিস্তান।

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেজন্য ভারত পাকিস্তানে খেলতে যাবে কি, সেই প্রশ্নই প্রথমে ঘুরপাক খাচ্ছিল। প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে পাকিস্তানে যায়নি ভারতীয় দল। ২০১২-‘১৩ পর থেকে কোনও দ্বিপাক্ষিক সিরিজও হয়নি দু’দেশের। এর মাঝেই ভারতের অনিচ্ছার জেরে ফের একবার বড় প্রতিযোগিতা আয়োজনের সুযোগ খোওয়ানোর মুখে দাঁড়িয়ে পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের অনিচ্ছার আশঙ্কা করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে প্রতিযোগিতা তাদের দেশ থেকে সরে গেলে ক্ষতিপূরণ দিতে হবে বলে প্রাথমিকভাবে দাবি করে রেখেছে। স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে তাঁদের সেই দাবি বাড়ে কি না, সেটাই দেখার। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষমেশ কোথায় খেলা হবে, সেদিকেও থাকবে নজর। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের প্রভাব ফের একবার প্রতিযোগিতা আয়োজনের সুযোগ খুইয়ে দিতে হতে পারে পাকিস্তানকে।

 

আরও পড়ুন- ম্যাড ম্যাক্স শোয়ে অস্ট্রেলিয়ার জয়, মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন বুমরা! এক নজরে খেলার সব খবর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।