IND Vs SA: Indian Team For South Africa Tour Likely To Be Announced On Thursday, All Eyes On Rohit Sharma

মুম্বই: ভারতের জার্সিতে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলবেন কি না, তা নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। মোটামুটিভাবে ধরেই নেওয়া হয়েছে যে, ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হবেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।

কিন্তু দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মাটিতে কি ফের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে দেখা যাবে রোহিত শর্মাকে (Rohit Sharma)?

সূত্রের খবর, রোহিতকে রাজি করানোর চেষ্টা করে চলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। কিন্তু কেন রোহিতকে জোরাজুরি করতে হচ্ছে? ঘটনা হচ্ছে, গোড়ালির চোট এখনও সারেনি হার্দিকের। বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে যে চোট পেয়েছিলেন বঢোদরার অলরাউন্ডার। যার জেরে বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গিয়েছিলেন হার্দিক। দক্ষিণ আফ্রিকা সফরে হার্দিকের যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

তাই রোহিতকে দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করছে বোর্ড। বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করা হতে পারে।

বিশ্বকাপের (ODI World Cup) পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। ঘরের মাঠে সেই সিরিজে খেলছেন না বিরাট কোহলি। বিশ্বকাপের ধকলের পর এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, কোহলি, যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের। বিশ্বকাপের দল থেকে মাত্র ২ জন ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে। আর শ্রেয়স আইয়ার এই সিরিজে শেষ দুটি ম্যাচে খেলবেন শুধু।

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। সেই সফরে সীমিত ওভারের ক্রিকেটে না-ও খেলতে পারেন কোহলি। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডেরক কর্তাদের কোহলি জানিয়েছেন যে, তাঁকে যেন দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের দলের জন্য ভাবা না হয়। কবে ফের ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে মাঠে ফিরবেন কোহলি, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে, অনির্দিষ্টকালের জন্য সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন না কোহলি। যার অর্থ, দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত, সেখানেও হয়তো দেখা যাবে না কোহলিকে। বোর্ড সূত্রে খবর, কোহলিকে বলা হয়েছে আপাতত শুধু টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে কোহলি খেলবেন। তাঁকে পাওয়া যাবে না শুধু ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই