India Tour Of Sri Lanka 2024 Team India Playing 3 ODI And T20I July After T20 World Cup

নয়াদিল্লি: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মাটিতে বসবে এই টুর্নামেন্টের আসর। এর এই মেগা টুর্নামেন্টের পরই শ্রীলঙ্কা (Srilanka Cricket Team) সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া। বিসিসিআইয়ের (BCCI) তরফে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হল বুধবার। আগামী বছর জুলাই ও আগস্টে শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে রোহিত বাহিনী। ২০২৪ ক্রিকেট মরসুমে মোট ৫২টি আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ খেলবে ভারতীয় দল। তার মধ্যে রয়েছে ১০টি টেস্ট, ২১টি ওয়ান ডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে এই ক্রীড়াসূচির মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ভারতের ম্যাচগুলোকে ধরা হয়নি। 

উল্লেখ্য, এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামি, যশপ্রীত বুমরার মত তারকা প্লেয়াররা কেউই খেলছেন না। একেবারে তরুণ দলটিকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে হেরে গিয়েছে ভারত। তবে তার আগের দুটো ম্য়াচ জেতার ফলে এই মুহূর্তে সিরিজে ২-১ ব্য়বধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই সিরিজের পরই দক্ষিণ আফ্রিকার মাটিতে উড়ে যাবে ভারতীয় দল। এদিকে, সব জল্পনার অবসান ঘটিয়ে দিল বিসিসিআই (BCCI)। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচের পদ থাকছেন রাহুল দ্রাবিড়ই (Rahul Dravid)। এমনকী তাঁর সাপোর্ট স্টাফদেরও বদল হচ্ছে না। অর্থাৎ ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোর (Vikram Rathore), বোলিং কোচ হিসেবে পারস মাম্বরে ও ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপই থাকছেন দলের সঙ্গে। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে। সেখানে রোহিত, বিরাটদের দলের সঙ্গে যাবেন দ্রাবিড় ও তাঁর টিম। সূত্রের খবর, বিসিসিআই যে প্রস্তাব দ্রাবিড়কে দিয়েছিল ফের কোচের পদে বহাল থাকার জন্য, তা তিনি মেনে নিয়েছেন। 

দ্রাবিড়ের দ্বিতীয়বার কোচ হিসেবে প্রথম সফর হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ডিসেম্বরের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে প্রোটিয়া সফর। সেখানে ৩ম্যাচের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে। এছাড়া ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। ডিসেম্বরের ২৬ তারিখ থেকে শুরু টেস্ট সিরিজ।

আরও পড়ুন: ”ধারাবাহিক পারফরম্যান্স জাতীয় দলের জার্সিতে”, রিঙ্কু ভাগ্য কি ফের বদলাতে চলেছে?