Pakistan Stock Exchange Hits All Time High: রেকর্ড চড়েছে পাকিস্তানের শেয়ার সূচক, ডামাডোলের দেশে নতুন আশা: Report

পাকিস্তান শেয়ার বাজারে অবশেষে কিছুটা হলেও খুশির হাওয়া। মঙ্গলবার করাচি স্টক এক্সচেঞ্জে শেয়ার সূচক শিখর ছুঁল। আগের দিন শেয়ার বাজার বন্ধের সময় ছিল ৫৯,৮১১ পয়েন্ট। আর মঙ্গলবার সেটাই হল ৬০,৭৪৫ পয়েন্ট। সব মিলিয়ে ১.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে খবর। কার্যত রেকর্ড হল এবার। পাক অর্থনীতিতে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে।

এদিকে নভেম্বরের মাঝামাঝি পাকিস্তানের শেয়ার সূচক ৫৩,০০০ পয়েন্ট ছুঁয়েছিল। গত ৬ বছরে এত উচ্চতায় আগে কোনওদিন ওঠেনি। তবে এবার মঙ্গলবার সেই আগের রেকর্ডও ভেঙে গেল।

করাচি ১০০ স্টক মার্কেটই হল পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ।এই এক্সচেঞ্জে অন্তত ১০০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। তবে এবার মঙ্গলবার কার্যত রেকর্ড হল শেয়ার মার্কেটে। সপ্তাহের দ্বিতীয় দিনেই বিরাট অগ্রগতি পাকিস্তানের শেয়ার বাজারে। কিন্তু কেন এই বড় সাফল্য?

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানিটারি ফান্ড(IMF) দ্বিতীয় দফায় অর্থ দিচ্ছে বলে খবর। আর তার জেরেই এবার শেয়ার বাজারের সূচক ক্রমশ বাড়ছে পাকিস্তানে। মঙ্গলবার তা একেবারে শিখর স্পর্শ করেছে।

কোহিনূর স্পিনিংয়ের শেয়ার বৃদ্ধি পেয়েছে। তবে রাফহান মেইজের শেয়ার কিছুটা কমেছে। স্পেকট্রাম, হোয়েস্ট পাক লিমিটেডের শেয়ার কিছুটা বেড়েছে। ইসমাইল ইন্ডাস্ট্রিজের শেয়ার কিছুটা বেড়েছে। তবে পাকিস্তানের শেয়ার বাজার আচমকা চাঙ্গা হয়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্য়ে নতুন করে আশার সঞ্চার হচ্ছে বলে খবর। এদিকে পাকিস্তানের অর্থনীতিতে নানা সমস্যা। রাজনৈতিক ডামাডোলও চূড়ান্ত। নানা ক্ষেত্রে সমস্যায় জর্জরিত ওই দেশ। তার মাঝেই শেয়ার বাজারের সূচক বৃদ্ধির জেরে কিছুটা হলেও আশার আলো এনেছে সেখানকার বাসিন্দাদের মধ্য়ে।