সিগারেটের ফুলকি থেকে ভয়াবহ আগুন লেকটাউনে, মৃত্যু হল ব্যক্তির, অসুস্থ বৃদ্ধা মা

মর্মান্তিক দুর্ঘটনা। সিগারেটের ফুলকি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তার জেরে মৃত্যু হল এক ব্যক্তির। এছাড়া আগুনে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তির বৃদ্ধা মা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে লেকটাউনের কালিন্দি হাউজিংয়ে। মৃতের নাম অরিন্দম বিশ্বাস (৪৫)। স্থানীয়রা অরিন্দমের বৃদ্ধা মা সোনালী বিশ্বাসকে উদ্ধার করতে পারলেও তাঁকে উদ্ধার করতে সক্ষম হননি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন: ১০ ঘণ্টার ব্যবধানে একই জেলায় অগ্নিকাণ্ড দ্বিতীয় ট্রেনে! এবার আহত ১৯ যাত্রী

জানা গিয়েছে, বৃদ্ধা মায়ের সঙ্গে ওই আবাসনের দোতলার ফ্ল্যাটে থাকতেন অরিন্দম। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সোমবার রাতের দিকে তাদের চিৎকার চেঁচামচির আওয়াজ শুনে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে দেখেন ফ্ল্যাটের ভিতর আগুন জ্বলছে। ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছে গোটা ফ্ল্যাট। ঘটনায় স্থানীয়রা পুলিশ এবং দমকলে খবর দেন। এদিকে, ঘটনার পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন। অনেকক্ষণ ধরে তারা ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করেন। তবে তারা দরজা ভাঙতে পারেননি। তখন বৃদ্ধা কোনওভাবে ধোঁয়ার মধ্যে দরজার আগে লাগানো লোহার হাতলের চাবি খুঁজে তালা খুলতে সক্ষম হন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করেন। কিন্তু অরিন্দমের ঘর পর্যন্ত তারা পৌঁছাতে পারেননি। পরে পুলিশ এবং দমকল এসে অরিন্দমকে উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ঘোষণা করেন।

আগুন লাগার সময় ওই ঘরের জানলা–দরজা বন্ধ ছিল। ফলে দম বন্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, কালিন্দি হাউসিংয়ের সি ব্লকের বাসিন্দা অরিন্দম ধূমপায়ী ছিলেন। এর আগে ধূমপানের ফলে তাঁর বালিশ, বিছানা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতেও সেরকমই ঘটনা ঘটেছিল বলে অনুমান পুলিশের। 

জানা গিয়েছে, অরিন্দমের মায়ের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। কয়েকদিন আগেই তাকে অক্সিজেন দেওয়া হয়েছিল। সোমবার রাতে ফ্ল্যাট ধোঁয়ায় ভরে যায়। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। শুধুমাত্র সিগারেট থেকে যে এভাবে ভয়াবহ আগুন ধরতে পারে তা ভাবতেই পারেননি ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা। এই ঘটনার পরে তারাও সিগারেট খাওয়া নিয়ে সতর্ক হয়েছেন।

উল্লেখ্য, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে কেষ্টপুরে এই ধরনের ঘটনা ঘটেছিল। সিগারেট থেকে আগুন ছড়িয়ে পড়ায় মৃত্যু হয়েছিল এক জ্যোতিষীর। পুলিশের অনুমান, অরিন্দম মদ্যপ অবস্থায় ছিলেন। ফলে সেই অবস্থায়তেই সে এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।