MLA Salary Hike: বেতন বাড়ছে বিধায়ক-মন্ত্রীদের, বিধানসভায় পাশ বিল

মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল আনার কথা। বৃহস্পতিবার বিধানসভায় পাশ হয়ে গেল সেই বিল। এর ফলে মন্ত্রি ও বিধায়করা বর্ধিত হাত বেতন পাবেন পরবর্তী মাস থেকে। 

যদিও বিরোধী বিজেপি এই বিল নিয়ে আপত্তি তোলে। কিন্তু বিল পাশ হয়ে যাওয়ার ফলে বেতনের অর্থ সরাসরি বিধায়ক ও মন্ত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চয়ে যাবে। ফলে না নেওয়ার কোনও উপায় থাকছে তাদের হাতে।  

এই পরিস্থিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছে, বর্ধিত বেতন তিনি ডিএ-র দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চে হাতে তুলে দেবেন। যাতে তারা সেই টাকা সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের কাজে লাগাতে পারেন। 

রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের ৪০ হাজার টাকা করে বেতন বাড়ানো হয়েছে। এর ফলে  বাংলার বিধায়কদের বেতন আগে ছিল ১০ হাজার টাকা। সেখান থেকে বেড়ে নতুন বেতন হয়েছে ৫০ হাজার টাকা।

(পড়তে পারেন। ‘‌ক্যাগের কাজকে স্বাগত জানানো প্রশাসনের নৈতিক কর্তব্য’‌, পরামর্শ রাজ্যপালের) 

প্রতিমন্ত্রীদের বেতন ছিল ১০ হাজার ৯০০ টাকা। তা  বেড়ে হয়েছে ৫০ হাজার ৯০০ টাকা। মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫১ হাজার টাকা।

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত জানার পরই সমালোচনায় সরব হয় বিজেপি। সেই সমালোচনার জবাবও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমার কাছে দিনের পর দিন বিধায়করা তাঁদের কম বেতনের কথা বলে আসছিলেন। আর যাদের পকেট ভর্তি আছে, যাদের কোটি টাকার এমএলএ, তাদের না হয় প্রয়োজন নেই। আমার অনেক বিধায়ক আছে যারা চাষ করে।’

এর আগে শুভেন্দু বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে বর্ধিত বেতন নেব না। কারণ, আমরা মনে করি আগে বন্ধ চা বাগানের শ্রমিকদের পুজোর বোনাস দেওয়া উচিত, সমকাজে সমবেতন দেওয়া উচিত, রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারের ডিএ দেওয়া উচিত, প্রাক্তন বিধায়কদের পেনশন বৃদ্ধি করা উচিত।’

তাঁরা বর্ধিত বেতন না নিলেও সরাসরি বিজেপি বিধায়কদের অ্যাকাউন্টে চলে যাবে। বিরোধী দলনেতা তাঁর বেতন ডিএ আন্দোলনে দিয়ে দেবেন। কিন্তু বাকিরা কী করবেন তা এখনও জানা যায়নি। শুভেন্দু জানিয়েছিলেন সেই সিদ্ধান্ত বিজপি বিধায়করা নিজেরাই  জানিয়ে দেবে