সিংহের দেশে ভয়ংকর হবেন এই ভারতীয়, বিরাট ভবিষ্যদ্বাণী প্রোটিয়া কিংবদন্তির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া (India Squad For South Africa Tour)। নেলসন ম্য়ান্ডেলার দেশে আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত থাকবে টিম ইন্ডিয়া। দুই দেশ তিনটি টি-২০, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে।  গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিশ্বকাপের রিভিউ বৈঠক করেছে বিসিসিআই। নয়াদিল্লিতে বসেই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দলও বেছে নেওয়া হয়েছে।  বিরাট কোহলি ও রোহিত শর্মা (Virat Kohli and Rohit Sharma) বোর্ডের কাছে অনুরোধ করেছিলেন যে, তাঁদের যেন আপাতত সাদা বলের ক্রিকেটে ভাবা না হয়। বোর্ড তাঁদের অনুরোধেই সম্মতি দিয়েছে। ওয়ানডে সিরিজের অধিনায়ক হয়েছেন কেএল রাহুল (KL Rahul)। আর দলে ফিরেছেন কেরালার তারকা সঞ্জু স্য়ামসন (Sanju Samson)। সিংহের দেশে ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ভালো পারফর্ম করবেন বলেই আশাবাদী প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)। 

আরও পড়ুন: Sanju Samson: ‘আমি আনলাকিয়েস্ট’! বারবার উপেক্ষিত কেরালার নায়ক, জানালেন রোহিতের বার্তা

এবিডি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘সঞ্জুকে দলে দেখে ভালো লাগছে। ও দক্ষিণ আফ্রিকার উইকেটে ব্যাটিং উপভোগ করবে। ও লম্বা হয়ে দাঁড়িয়ে ব্য়াট করে। দক্ষিণ আফ্রিকার পিচে বাউন্সের সঙ্গেই মুভমেন্ট থাকবে। সকল ব্য়াটারেরই পরীক্ষা নেবে পিচ। কিন্তু সঞ্জুর মতো কেউ বেশ ভালো করবে। আমার তেমনই মনে হয়। সঞ্জুকে খেলালে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপার হিসেবেও পাওয়া যাবে। যেটা বাড়তি সুবিধা।’সঞ্জুর সঙ্গে জুড়ে গিয়েছে উপেক্ষিত শব্দবন্ধ। এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, তিনি থেকেছেন ব্রাত্যই। কেরালার নায়কের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়। কংগ্রেস সাংসদ শশী থারুর তাঁর জন্য় এক্স অ্যাকাউন্টে দেন বার্তা। সঞ্জু দলে ফিরতেই ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছে। সঞ্জু ২০১৫ সালে তাঁর আন্তর্জাতিক অভিষেক করেছিলেন। দেশের জার্সিতে প্রথম সুযোগ পান ২০ ওভারের ফরম্যাটে। ২৪ ইনিংসে তিনি করেছেন ৩৭৪ রান। ওডিআই-তে সঞ্জু ১২ ইনিংসে করেছেন ৩৯০ রান। তাঁর গড় ৫৫.৭১। যদিও আন্তর্জাতিক মঞ্চে সঞ্জুর রেকর্ড ঈর্ষণীয় নয়। তবে আইপিএল তাঁর হয়ে কথা বলে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক ১৫২ ম্য়াচে করেছেন ৩৮৮৮ রান। দেশের জার্সিতে এই কেরালাইট গত অগস্টে শেষবার খেলেছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ২৬ বলে করেছিলেন ৪০ রান। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিং ও দীপক চাহার।

আরও পড়ুন: India Squad For South Africa Tour: সাদা বলে ‘রো-কো’ জুটিই নেই! রিঙ্কু এবার ওডিআইতে, দলে পরতে পরতে চমক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)