Australia Mitchell Marsh Defends Controversial World Cup Photo With His Feet Trophy Know His Reaction

মেলবোর্ন : বিশ্বকাপের (World Cup 2023) ফাইনালে অজিদের কাছে মন ভেঙেছে আসমুদ্রহিমাচলের। ক্রিকেট বিশ্বযুদ্ধে রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) হারিয়ে ষষ্ঠবার বিশ্বসেরা হয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালে অজি ক্রিকেটারদের পারফরম্যান্স তারিফ কুড়িয়ে নিলেও খেতাব জয়ের পর মিচেল মার্শের ‘কাণ্ডে’ তৈরি হয়েছিল বিতর্ক। ড্রেসিংরুমে বিশ্বকাপের ওপর পা তুলে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। যা নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। অনেকের মতেই, বিশ্বকাপ খেতাবকে অসম্মান করেছেন জুনিয়ার মার্শ। মাঝে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর অবশেষে গোটা বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অজি ক্রিকেটারা। 

অস্ট্রেলিয়ার এক রেডিও চ্যানেলে সাক্ষাৎকারের মাঝে বিশ্বকাপজয়ী অজি ক্রিকেটার বলেছেন, ‘স্বাভাবিকভাবেই অসম্মান করার কোনও মানসিকতা ছিল না। সেলিব্রেশনের মাঝে তোলা ছবিটা ঘিরে যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে, সেটা অনেকেই পরে আমাকে জানিয়েছিল। বিশ্বকাপ খেতাবকে অসম্মান করব এমন কোনও ভাবনাই আসেনি।’

প্রসঙ্গত, বিশ্বকাপ জেতার পর পরই অজিদের খেতাব নিয়ে ড্রেসিংরুমে সেলিব্রেশনের একাধিক ছবি বাইরে আসে। যেখানে ছিল মার্শের ছবিটিও। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে পোস্ট করা যে ছবিতে অজিদের তারকা অলরাউন্ডারের মেজাজে সেলিব্রেশনে মেতে ওঠার কথাই জানানো হয়েছিল। যদিও তা খুব একটা ভালভাবে নেননি ক্রিকেটভক্তরা। 

অনেক ক্রিকেটভক্তই দাবি করেছিলেন, ট্রফিকে অসম্মান করে আসলে ঔদ্ধত্য প্রকাশ করেছেন মার্শ। যে নিয়ে মুখ খুলেছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি তথা ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামিও। তিনি বলেছিলেন, ‘ছবিটা দেখে কষ্ট পেয়েছি। ওই ট্রফিটা জেতার জন্য সব দেশ লড়াই করে। যে খেতাবটি জিতে মাথায় করে রাখা উচিত। তার বদলে তার ওপরে পা তুলে বসে থাকা দেখে খারাপই লেগেছে।’

বিশ্বকাপ জেতার পরই দেশের ফিরে যাওয়া একাধিক অজি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মিচেল মার্শও। অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউডের সঙ্গে মার্শকেও ভারতের বিরুদ্ধে আয়োজিত পাঁচ ম্যাচের টি২ ০ সিরিজ থেকে বিশ্রাম দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।                                               

আরও পড়ুন- টি ২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে ? মহারাজ বেছে নিলেন তাঁর পছন্দ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।