BAN Vs NZ: Najmul Hossain Shanto Scores Century< TV Footage Shows Glenn Phillips Appearing To Apply Saliva On The Ball

সিলেট: বুধবার সেঞ্চুরি করেছিলেন কেন উইলিয়ামসন। বৃহস্পতিবার জবাব দিলেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিন শতরান করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে বড় রানের পথে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু দিনের শেষে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন নিউজ়িল্যান্ডের ক্রিকেটার গ্লেন ফিলিপ্স। অভিযোগ, নিয়ম ভেঙে তিনি বলে থুতু লাগিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় চতুর্থ আম্পায়ারের কাছে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ। শাস্তি হতে পারে ফিলিপ্সের।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৪তম ওভারে এই ঘটনা ঘটে। বল করছিলেন ফিলিপ্স। টিভি ক্যামেরায় দেখা গিয়েছে, সেই সময় বলে থুতু লাগান ফিলিপ্স। বলের পালিশ ঠিক রাখার জন্য আগে থুতু বা লালা ব্যবহার করা হতো। কিন্তু কোভিড পরবর্তী সময়ে তা একেবারে নিষিদ্ধ। তখন মাঠে থাকা আম্পায়ার হাসান রাজা বা পল রাইফেল কেউ বিষয়টি লক্ষ্য করেননি। ফলে ফিলিপ্সকে কেউ সতর্ক করেননি। তবে পরে আইসিসি-র এক আধিকারিক জানিয়েছেন, মাঠের মধ্যের ঘটনা নিয়ে সিদ্ধান্ত নেন ম্যাচের আধিকারিকেরা। তাঁরা যদি মনে করেন ফিলিপ্স অপরাধ করেছেন, তা হলে শাস্তি হতে পারে তাঁর।

দিনের শেষে সাংবাদিক বৈঠকে বাংলাদেশের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘‘আমরা দেখেছি যে ফিলিপ্স বলে থুতু লাগিয়েছেন, যা আইসিসি-র নিয়ম বিরুদ্ধ। তাই আমরা চতুর্থ আম্পায়ারের কাছে অভিযোগ করেছি।’’

কোভিডের পর থেকে ক্রিকেটের এই নিয়মে বদল এসেছে। এখন আর বলে থুতু লাগানো যায় না। কোনও ক্রিকেটার তেমনটা করলে তা অপরাধ হিসাবে ধরা হয়। ফিলিপ্সের ক্ষেত্রে আইসিসি কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার।

প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের থেকে ৭ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। দলের ওপেনারেরা ব্যর্থ হলেও হাল ধরেন শান্ত। মোমিনুল হক ও মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন তিনি। মোমিনুল ৪০ রান করে আউট হন। শান্ত শতরান করেন। দিনের শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ২১২। নিউজ়িল্যান্ডের থেকে ২০৫ রানে এগিয়ে তারা। শান্ত ১০৪ ও মুশফিকুর ৪৩ রানে ব্যাট করছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।