Brian Lara Criticizes Critics Who Think Virat Kohli’s Form Doesn’t Matter As India Lost World Cup 2023

কলকাতা : বিশ্বকাপে কার্যত স্বপ্নের ফর্মে ছিল টিম ইন্ডিয়া। তবে, শেষরক্ষা হয়নি। ছেদ পড়ে ফাইনাল ম্যাচেই। ফলে, কোটি কোটি ভারতীয়র স্বপ্নভঙ্গ হয়। বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। আর সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। গড়েছেন একাধিক রেকর্ড। যার জন্য কিংবদন্তিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ক্রিকেট-বিশ্ব। কিন্তু একাংশ সমালোচকের মতে, ভারত বিশ্বকাপ জিততে না পারায়, কোহলির ফর্মের কোনও গুরুত্ব নেই। যা নিয়ে পাল্টা মত প্রকাশ করেছেন ক্রিকেটের আর এক কিংবদন্তি ব্রায়ান লারা। এহেন মন্তব্যে অসন্তুষ্ট তিনি।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সর্বাধিক রান করেছেন কোহলি। তিনটি শতরান সহ ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করেছেন তিনি। এর সঙ্গে হয়েছে একদিনের ক্রিকেটে সর্বাধিক ৫০ শতরানের রেকর্ড। এমনকী ফাইনালেও কঠিন পরিস্থিতিতে নিজেকে মেলে ধরেন কিং কোহলি। ২০০৩-এর বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন সচিন তেণ্ডুলকর। ২০ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ডও ভেঙে দেন কোহলি। এটা কার্যত নিখুঁত বিশ্বকাপ অভিযান ছিল কোহলির। এহেন পারফরম্যান্স সত্ত্বেও, শেষ হাসি হাসতে পারেননি কোহলি। এই পরিস্থিতিতে কোহলির অবদানকে একাংশের গুরুত্ব না দেওয়ার প্রবণতার পরিপ্রেক্ষিতে লারার বক্তব্য, বৃহত্তর ছবিটা দেখতে হবে। যা হল কোহলির উত্তরাধিকার। ৩৫ বছর বয়সেও কীভাবে তিনি একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করে তুলেছেন, সেকথা তুলে ধরেন ব্রায়ান।

লারা বলেন, ‘এই বিশ্বকাপটা ছিল আনন্দের। প্রথমত, বিরোট কোহলির জন্য। আমি জানি, অনেকেই বলবেন বা ইতিমধ্যেই বলেছেন, ভারত বিশ্বকাপ না জেতায় কোহলির ফর্মটা কোনও বিষয় নয়। দলগত খেলা হচ্ছে জয়ের বিষয় এবং এক জন খেলোয়াড় হিসাবে সেটাই আপনার এক নম্বর লক্ষ্য হওয়া উচিত। কিন্তু, দলগত সাফল্যের পেছনে রয়েছে ব্যক্তিগত সাফল্য। যেটা বিশ্বকাপে কোহলি ম্যাচের পর ম্যাচ করে দেখিয়েছেন। এই মানুষটা আরও অনেক কিছু করার যোগ্য। কিন্তু, কোহলির যে বিষয়টা আমাকে সবথেকে বেশি অনুপ্রাণিত করে তা হল, তাঁর উত্তরাধিকার…কারণ উনি ক্রিকেটের রূপ বদলে দিয়েছেন এবং কীভাবে এই খেলাটার জন্য নিজেকে তৈরি করতে হবে সেই পরিভাষাও বদলে দিয়েছেন। খেলায় শৃঙ্খলা এনেছেন।’

দ্য বেঙ্গল ক্লাব ও দ্য টেলিগ্রাফের উদ্যোগে দ্য ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে আয়োজিত Tiger Pataudi Memorial Lecture-এ যোগ দেন লারা। সেখানে এই কিংবদন্তি আরও বলেন, ‘একজন সুপারস্টার হিসাবে এবং যে উত্তরাধিকার তিনি ছেড়ে যাবেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি, হয়তো কোনও একদিন কোহলি ঘুম থেকে উঠেছেন, টিভি খুলে দেখেন একজন বাঁহাতি ব্যাটার (নিজের সম্বন্ধে বলতে) ইংরেজ বোলারদের মুখোমুখি হচ্ছেন। কিন্তু, ভারতে আরও ১০০টা চ্যানেল রয়েছে এবং চ্যানেল ঘোরাতে ঘোরাতে হয়তো দেখলেন এক ডানহাতি মাস্টার ব্যাটারকে। কোহলি তখন আয়না দেখে হয়তো বলেছেন, বাঁ হাতে ব্যাট আমি করব না। ওই লোকটাকে দেখুন। ওই মানুষটার পথ আমি অনুসরণ করতে চাই। সেই লোকটা কে ? সচিন তেণ্ডুলকর।’