Mamata invites Suvendu: শুভেন্দুকে নবান্নের ১৪ তলায় আমন্ত্রণ জানালেন মমতা, সাড়া দেবেন বিরোধী দলনেতা?

১৪ ডিসেম্বর দুপুর ২টো। নবান্নের ১৪ তলায় বৈঠক। সেই বৈঠক আহ্বান করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর সেই বৈঠকে হাজির থাকার জন্য় আমন্ত্রণপত্র গিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিসেও।কিন্তু শুভেন্দু কী যাবেন?

প্রথমে এই বৈঠকের কথা ছিল আগামী ৪ ডিসেম্বর। ঠিক ছিল স্পিকারের ঘরে এই বৈঠক হবে। সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আচমকা সেই বৈঠকের স্থানও বদলে গেল। বৈঠকের তারিখও বদলে গেল। খোদ মুখ্য়মন্ত্রী এই বৈঠকের আহ্বান করেছেন। আর সেখানে আমন্ত্রিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানবাধিকার কমিশনের সদস্যদের নাম ঠিক করার জন্য এই বৈঠকের আহ্বান করা হয়েছে।

তবে এভাবে স্পিকারের ঘর থেকে বৈঠককে নবান্নে টেনে নিয়ে যাওয়ার পেছনে ঠিক কী যুক্তি থাকতে পারে তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। তবে সবথেকে বড় প্রশ্ন এভাবে বৈঠককে বিধানসভার স্পিকারের ঘর থেকে নবান্নে টেনে নিয়ে যাওয়ার পেছনে ঠিক কী উদ্দেশ্য় রয়েছে সেটা নিয়েও জোর চর্চা চলছে।

তার থেকেও বড়় প্রশ্ন আদৌ কি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ডাকা এই বৈঠকে আসবেন? এনিয়ে শুভেন্দুর দাবি বৈঠকের আগেই তিনি এনিয়ে যা জানানোর জানাবেন।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অত্যন্ত কৌশলী পদক্ষেপ নিয়েছে শাসকদল। একদিকে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে বিধানসভার স্পিকারের ঘর থেকে বৈঠক টেনে নিয়ে যাওয়া হয়েছে নবান্নে। সেখানে আদৌ বিজেপি যাবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

এদিকে বিজেপি না গেলে তৃণমূল বলার সুযোগ পাবে মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ডাকা মিটিংয়েও আসতে চায় না বিজেপি। আবার বৈঠকে গেলে বলা হবে তৃণমূল-বিজেপি সেটিং তত্ত্ব।

সেই পরিস্থিতিতে এবার বিজেপির কাছে কঠিন পরীক্ষার সময়। সেই নিরিখে এবার বিজেপি কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। শুভেন্দু কি আদৌ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ডাকা বৈঠকে হাজির হবেন?