Narayana Murthy: ‘কাউকে ফ্রিতে কিছু দেওয়া উচিত নয়… আমিও গরিব ছিলাম একসময়,’ অকপট ইনফোসিস কর্তা

আইটি শিল্পের অন্য়তম কর্তা নারায়ণা মূর্তি বুধবার সাফ জানিয়ে দিয়েছেন, কোনও কিছুই বিনামূল্যে দেওয়াটা ঠিক নয়। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ভর্তুকিতে জনসাধারণকে যে জিনিস, যে পরিষেবা দেওয়া হচ্ছে সেটা সমাজের মঙ্গলের জন্য় তাদের অন্যভাবে ফেরত দেওয়া দরকার। 

ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা জানিয়েছেন, আপনি যখনই এই ধরনের পরিষেবা দেবেন, যখনই নানা ভর্তুকি দেবেন সেক্ষেত্রে তার বিনিময়ে কিছু ফিরিয়ে দেওয়া দরকার। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যদি আপনি বলেন, আমি আপনাদের বিনা পয়সায় বিদ্যুৎ দেব তবে সরকারের পক্ষে এটা বলাটা খুব ভালো, তবে এর সঙ্গেই যদি বলা হয় প্রাথমিক ও মিডল স্কুলে হাজিরা যদি ২০ শতাংশ হয় তবেই আমরা এটা দিতে পারব। 

বেঙ্গালুরু টেক সামিট ২০২৩তে বক্তব্য রাখার সময় ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি একথা জানিয়েছেন। তিনি বলেন, এককথায় আমরা বলতে পারি কোনওটাই ফ্রিতে দেওয়া উচিত নয়। একটা উন্নত সমাজ তৈরির জন্য ভারতীয় নাগরিকদেরও একটা ভূমিকা থাকা দরকার। 

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, বিনাপয়সায় যা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমি নই। আমি গোটা বিষয়টি বুঝতে পারছি। কারণ আমিও গরিব ঘর থেকে এসেছি। কোনও একটা সময় আমিও গরিব ছিলাম। কিন্তু বিনামূল্যে কিছু জিনিস, পরিষেবা দেওয়ার বিনিময়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য , তাদের নিজেদের ছেলেমেয়েদের জন্য, তাদের নাতিপুতিদের ভালোর জন্য কিছু বৃহত্তর দায়িত্ব চাইতেই পারি। মানে ভালো কিছু বলতে আমরা বলতে চাইছি তাদের স্কুল শিক্ষা যেন ভালো হয় এরকমই কিছু আমরা চাইছি। 

অন্যদিকে ভারতের মতো দেশে কর ব্যবস্থাটা কেমন হওয়া দরকার সেটাও উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, ভারতে প্রচুর গরিব মানুষ বাস করেন। বিত্তশালী মানুষদের অতিরিক্ত কর দেওয়া দরকার।  একটা দক্ষ, দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য় এটা হওয়া দরকার। সেই সঙ্গেই তিনি বলেন, যদি আমাকেও উচ্চ হারে কর দিতে হয় তবে আমার এতে কোনও অসন্তোষ থাকবে না। খবর এনডিটিভি সূত্রে। 

এদিকে মাথাপিছু আয় বৃদ্ধি নিয়ে সরকারকে কী পরামর্শ দেবেন নারায়ণ মূর্তি তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের খুব ভালো করে চিন সম্পর্কে জানা দরকার। তিনি বলেন, চিনের থেকে আমার কোন ভালো দিকগুলি নিতে পারি সেটাও দেখা দরকার। তাহলে ভারতও চিনের মতো এগিয়ে যেতে পারবে।