Students beaten in Pool Car: শেক্সপিয়ার সরণির নাম করা স্কুলের দুই ছাত্রকে মার পুলকারে, ধৃত চালক ও খালাসি

দক্ষিণ কলকাতার শেক্সপিয়ার সরণি এলাকায় অবস্থিত একটি নাম করা ইংরেজি মাধ্যম স্কুলের দুই নাবালক পড়ুয়াকে পুলকারে মারধরের অভিযোগ উঠল। ঘটনায় শেক্সপিয়ার থানায় অভিযোগ দায়ের হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সেই পুলকারের চালক এবং খালাসিকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনায় প্রহৃত দুই ছাত্রই ভবানীপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ছাত্রদের বয়স ১১ বছর বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: আসন্ন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথের মিলল আভাস, বাংলার কোন ৪ জেলায় হবে বৃষ্টি?)

আরও পড়ুন: সবুরে মেওয়া ফলে, এই মাসেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হবে ৪৬ শতাংশ?

রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল গত বুধবার। ধৃত দুই ব্যক্তির নাম ঝন্টু সর্দার এবং রাজু মণ্ডল। ঝন্টু হল পুলকারের চালক এবং রাজু খালাসি। তাদের গাড়িটা নতুন। গত কয়েকদিন ধরে এই গাড়িতে করেই নাকি সেই ছাত্ররা স্কুলে যাওয়া আসা করছিল। নয়া গাড়িতে সিটগুলি প্লাস্টিকে মোড়ানো ছিল। অভিযোগ, দুই ছাত্র সেই গাড়ির প্লাস্টিক খুঁচিয়ে ছিঁড়ে ফেলে। সেই সময় ছাত্রদের বকাবকি করে ঝন্টু ও রাজু। তবে ওই দুই ছাত্র নাকি তাদের ইচ্ছে মতো প্লাস্টিক ছিঁড়ে চলছিল। আর তারপরই চালক ও খালাসি মিলে দুই পড়ুয়াকে মারধর করে। এই আবহে দুই ছাত্র কেঁদে ফেলে। এরপর নাকি সেই দুই ছাত্রকে যথাস্থানে না নামিয়ে দূরে নিয়ে যায় তারা। পরে সেই ছাত্রদের চুপ করাতে গিয়ে ফের ধমক দেয় ঝন্টু ও রাজু। পরে ফের মারধর করে তারা।

আরও পড়ুন: ডিসেম্বর থেকে ৪ মাস বাংলা থেকে ছুটবে না বহু এক্সপ্রেস,দেখুন বাতিল ট্রেনের তালিকা

শেষ পর্যন্ত ভবানীপুরেই তাদের বাড়ি থেকে অনেকটা দূরে দুই ছাত্রকে গাড়ি থেকে নামিয়ে দেয় ঝন্টু ও রাজু। এরপর দুই ছাত্র নিজেদের বাড়ি ফিরে অভিভাবকদের বিষয়টি জানায়। এরপরই প্রহৃত ছাত্রদের মা-বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং বুধবার রাতেই অভিযুক্ত চালক এবং খালাসিকে গ্রেফতার করে। এরপর বৃহস্পতিবার দু’জনকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। ঘটনায় শেক্সপিয়ার থানা এবং ভবানীপুর থানা এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রমাণ সংগ্রহে ব্যস্ত। সঙ্গে ঝন্টু ও রাজুকে জেরাও করে চলেছে পুলিশ।