Suvendu Adhikari: সাসপেনশন নিয়ে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর, ফাঁস করলেন রহস্য

মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে বিধানসভার অভ্যন্তরে চোর চোর স্লোগান দেব বলেছিলাম, তাই আমাকে বিধানসভা থেকে পরিকল্পনা মাফিক সাসপেন্ড করা হয়েছে। বুধবার সাসপেনশনের পর বিধানসভায় গিয়ে এরকমই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তাঁকে সাসপেন্ড করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুবাবু বলেন, ‘সাসপেন্ডের কাগজ তৈরি ছিল। আপনারা দেখেছেন, ২ মিনিটের মধ্যে কাগজ চলে এল। এটা মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। উনি এই হাউজে চার তারিখে আসবেন। তখন যেন শুভেন্দু অধিকারী বাইরে থাকে। এই মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব আমি কে? এটা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। আমাকে ২ জন মন্ত্রী বলেছেন কালকে। আমি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলব বলেছিলাম। যারা সাসপেন্ড করেছে তারাও বলেছে, করতে বাধ্য হয়েছি’।

এদিন শুভেন্দুবাবুর কণ্ঠস্বর ছিল ভাঙা। অমিত শাহের সভার সমর্থনে গত কয়েকদিন ধরে একের পর এক সভা করেছেন তিনি। যার জেরে তাঁর গলা ভেঙে গিয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী।

স্পিকারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশ থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পর স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনে বিজেপি।