এক ফ্রেমে বিধান–জ্যোতি–বুদ্ধ–মমতা, বিধানসভার সংগ্রহশালায় রাজ্য–রাজনীতি

সেদিনও ছিল তপ্ত রাজ্য–রাজনীতি। আজও আছে সরগরম রাজ্য–রাজনীতি। আর সেটাই উঠে আসছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। তাও আবার এক ফ্রেমে। পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন হয় ১৯৫২ সালে। সেদিন থেকে এখন পর্যন্ত ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে তুলে আনা হচ্ছে এক ফ্রেমে। আর সেই সব তথ্য এবার মিলবে পশ্চিমবঙ্গ বিধানসভার সংগ্রহশালায়। যেখানে বাংলার রাজ্য–রাজনীতির উত্থান–পতন ইতিহাসের পাতার ন্যায় তুলে ধরা হচ্ছে। আর এটা নিয়েও আবার তপ্ত বিতর্ক হতে পারে বিধানসভায়।

এই একমঞ্চে সবপক্ষ তৈরি নিয়ে বিতর্ক তুলতে পারেন অনেকেই। কারণ তৃণমূল কংগ্রেস সরকারের সমস্ত কাজেরই সমালোচনা করে থাকেন বিরোধী দলগুলির নেতা– নেত্রীরা। এখন পশ্চিমবঙ্গের রাজ্য–রাজনীতিতে প্রবেশ করেছে ইডি–সিবিআই। তবে সেটা গোটা দেশেরই অবিজেপি শাসিত রাজ্যে দেখা যাচ্ছে। তাই এটা নিয়ে বড় অংশের মানুষজন ভাবিত নন। কিন্তু অতীতের কথা তো নতুন প্রজন্মের ছেলে–মেয়েরা জানেন না। সেটা জানাও দরকার। আসলে রাজ্য–রাজনীতিতে বিরোধিতা থাকলেও কেমন সৌজন্য ছিল—তা তুলে ধরা হচ্ছে এই সংগ্রহশালার মধ্য দিয়ে। আর তাতেই এক ফ্রেমে এসেছেন বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একটা ভাল উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

আগামী সোমবার অর্থাৎ ৪ ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে এই পশ্চিমবঙ্গ বিধানসভার সংগ্রহশালার। যা সুসজ্জিতভাবে তৈরি করা হয়েছে। এখানেই তুলে ধরা হয়েছে বাংলার সামাজিক, রাজনৈতিক টানাপোড়েন থেকে অতীত ইতিহাস। বাংলার নবজাগরণ থেকে সমাজ সংস্কারকদের ছবি তুলে ধরা হয়েছে এক একটি ফ্রেমে। বাংলার মণীষীদের জন্ম ও মৃত্যুর তারিখও বড় আকারে সংগ্রহশালায় রাখা হচ্ছে। এমনকী স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে সরকার গঠনের যাবতীয় তথ্য সংগ্রহশালায় দেখতে পাওয়া যাবে। তবে এখানে বাড়তি গুরুত্ব পেয়েছে ভারতীয় সংবিধান, নেতাজি, গান্ধীজির মোমের মূর্তি এবং পশ্চিমবঙ্গ বিধানসভা গঠন, আইন প্রণয়ন হয়েছে–সহ বিস্তারিত তথ্য। যা আগে কেউ তুলে ধরেননি।

আরও পড়ুন:‌ গৃহবধূর সঙ্গে পরকীয়া, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল, গ্রেফতার বিজেপি নেতা সিউড়িতে

এই সংগ্রহশালায় বাংলার মুখ্যমন্ত্রীদের ছবি একটি কোলাজে আনা হয়েছে। সেখানে প্রাক্তন–বর্তমান সব মুখ্যমন্ত্রী এবং দলীয় পতাকার ছবি রয়েছে এক ফ্রেমে। যা আবার রাজ্য–রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দু হতে পারে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি যেমন রয়েছে, তেমনই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার ছবিও। এই সংগ্রহশালায় বিধানচন্দ্র রায়ের মোমের মূর্তি আছে। সুতরাং এই সংগ্রহশালা একটা দ্রষ্টব্য বিষয় হয়ে উঠতে চলেছে। সংগ্রহশালায় তিনটি ভাগ রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিধানসভার স্পিকারদের ছবি সেভাবেই তুলে ধরা হয়েছে। রয়েছে রাজ্য রাজনীতির কত কাহিনীও।