কাঁটা হয়ে দাঁড়ানো মিচেলকে ফেরালেন নাঈম

প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৬০ ওভারে ১৩৮/৮, লক্ষ্য ৩৩২ (সোধি ১২*, সাউদি ২*; মিচেল ৫৮, জেমিসন ৯, ব্লান্ডেল ৬, কনওয়ে ২২, নিকলস ২, উইলিয়ামসন ১১, ল্যাথাম ০)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০০.৪ ওভারে ৩৩৮ (মিরাজ ৫০*, শরিফুল ১০, নাঈম ৪, তাইজুল ০, সোহান ১০, মুশফিকুর ৬৭, দীপু ১৮, শান্ত ১০৫; জাকির ১৭, জয় ৮, মুমিনুল ৪০), লিড ৩৩১ রানের।  

বাংলাদেশ প্রথম ইনিংস ৮৫.১ ওভারে ৩১০ (জয় ৮৬, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, সোহান ২৯)

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১০১.৫ ওভারে ৩১৭ (এজাজ প্যাটেল ১*; ল্যাথাম ২১, কনওয়ে ১২, হেনরি নিকোলস ১৯, ড্যারিল মিচেল ৪১, টম ব্লান্ডেল ৬, গ্লেন ফিলিপস ৪২, কেন উইলিয়ামসন ১০৪, ইশ সোধি ০, কাইল জেমিসন ২৩, টিম সাউদি ৩৫) 

বাংলাদেশ জয়ের দ্বারপ্রান্তে থাকলেও গতকাল থেকে সেই জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন ড্যারিল মিচেল। প্রতিরোধ গড়ে বাংলাদেশকে হতাশ করছিলেন। অষ্টম উইকেটে সোধিকে নিয়ে গড়েছেন দ্বিতীয় ইনিংসে তাদের সর্বোচ্চ ৩০ রানের জুটি। পঞ্চম সকালে ফিফটিও তুলে নেন। বাংলাদেশের জয় উৎসবকে বিলম্বিত করতে থাকা এই ব্যাটারকে অবশেষে ফিরিয়েছেন অফস্পিনার নাঈম হাসান। সুইপ করতে গিয়ে তাইজুলের ক্যাচে পরিণত হয়েছেন মিচেল। তিনি আউট হয়েছেন ৫৮ রানে।  

শেষ ৩ উইকেটের খোঁজে বাংলাদেশ, মিচেলের ফিফটি

সিলেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিয়ে চতুর্থ দিন বিকালেই জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। তাইজুল, মিরাজ, নাঈমদের ঘূর্ণিতে সফরকারী ব্যাটারদের নাভিশ্বাস উঠেছে। গতকালকেই বাংলাদেশ ৭ উইকেট তুলে নিয়েছে নিউজিল্যান্ডের। শেষ দিন জিততে তাদের আর ৩ উইকেট দরকার। ড্যারিল মিচেল আর ইশ সোধি এখনও অপরাজিত আছেন। গতকাল ৪৪ রানে অপরাজিত থাকা মিচেল শেষ দিন সকালে নবম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন।