BCCI Questions Indian Cricket Team Coach Rahul Dravid And Captain Rohit Sharma For CWC 2023 Final Loss

নয়াদিল্লি: গোটা টুর্নামেন্টে অনবদ্য পারফরম্যান্স সত্ত্বেও ফের একবার বিশ্বখেতাব হাতছাড়া হয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে সেই হারের ১১ দিন পর মেগা টুর্নামেন্টে (CWC 2023) ভারতের পারফরম্যান্সের রিভিউ করতে একত্রিত হয়েছিলেন বিসিসিআই আধিকারিকরা। সেই বৈঠকে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) কাছে ফাইনালে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের কারণ জানতে চাওয়া হয়।

গোটা টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ জিতলেও, বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থ হয়। পরাজিত হতে হয় টিম ইন্ডিয়াকে। এই টুর্নামেন্টে দলের পারফরম্যান্স সম্পর্কে আলোচনা করতেই নয়াদিল্লিতে বৈঠকে বসেছিলেন বিসিসিআই আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার, ৩০ নভেম্বর আয়োজিত সেই বৈঠকে দ্রাবিড় তো উপস্থিত ছিলেনই, উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ আশিস শেলার। সশরীরের উপস্থিত না থাকলেও, ভিডিও কলের মাধ্যমে লন্ডন থেকে বৈঠকে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা। 

কোচ দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা উভয়েই পরাজয়ের জন্য পিচের দিকে আঙুল করেন। কোচ দ্রাবিড় নাকি জানান ভারতীয় টিম ম্যানেজমেন্ট পিচ যতটা ঘুরবে ভেবেছিল, ততটা ঘোরেনি। সেই কারণেই ভারতীয় দল রান ডিফেন্ড করতে নেমে অস্ট্রেলিয়াকে রুখতে পারেনি।

ভারতের বিশ্বরেকর্ড

চলতি টি-টোয়েন্টি সিরিজ়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS 4th T20I) ২০ রানে চতুর্থ ম্যাচ জিতে সিরিজ় জিতে নিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। এই জয়ের ফলে শুধু সিরিজ় জেতা নয়, বিশ্বরেকর্ডও গড়ে ফেলল টিম ইন্ডিয়া (Team India)।

টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দল এখনও পর্যন্ত মোট ২১৩টি ম্যাচ খেলেছে। ৬৭টি ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে, টাই হয়েছে একটি ম্যাচ, অমীমাংসিত শেষ হয়েছে তিনটি ম্যাচ। অজ়িদের বিরুদ্ধে রায়পুরে জয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের ১৩৬তম জয়, যা সর্বকালের সর্বাধিক। বিশ ওভারের ক্রিকেটে জয়ের বিচারে টিম ইন্ডিয়া চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলকে পিছনে ফেলল। পড়শি দেশের দখলে এই ফর্ম্যাটে ১৩৫টি ম্যাচ (২২৬টি ম্যাচ খেলে) জেতার কৃতিত্ব রয়েছে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: রায়পুরে ভারতের বিশ্বরেকর্ড, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের রেকর্ড ভাঙল টিম ইন্ডিয়া