IND Vs SA: Harbhajan Singh Criticizes Selectors For Picking Yuzvendra Chahal In ODIs And Not In T2OIs

নয়াদিল্লি: এশিয়া কাপ বা বিশ্বকাপ, কোনও বড় টুর্নামেন্টেই ভারতীয় দলে (Indian Cricket Team) তাঁর জায়গা হয়নি। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে (IND vs SA) জাতীয় দলে ডাক পেয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। নির্বাচকদের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংহ (Harbhajan Singh)। তাঁর মতে চাহালকে ললিপপ দিয়ে শান্ত করানোর চেষ্টা করা হচ্ছে।

হরভজন নিজের ইউটিউব চ্যানেলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘টি-টোয়েন্টি ফর্ম্যাটে যুজবেন্দ্র চাহাল সুযোগ পাননি। বদলে ওরকে ওয়ান ডেতে ওকে সুযোগ দেওয়া হয়েছে। ওরা ওকে ললিপপ দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। বুঝিয়ে দিচ্ছে যে আমরা তুমি যে ফর্ম্যাটে ভাল পারফর্ম কর, সেই ফর্ম্যাটের বদলে অন্য ফর্ম্যাটে তোমাকে সুযোগ দেব। গোটা বিষয়টা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে।’

যুজবেন্দ্র চাহালই ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ৯৬টি উইকেট নিয়েছেন। চাহাল তো বটেই, প্রোটিয়া সফরে ভারতীয় টেস্ট দলে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা সুযোগ পাননি। এই অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিতে রামধনুর দেশের সফরটা কিন্তু ভারতীয় দলের জন্য সহজ হবে না বলেই মনে করছেন হরভজন। 

‘দক্ষিণ আফ্রিকা সফরটা সহজ হবে না। বিশেষ করে ব্যাটারদের জন্য। সফরে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে নেই। তরুণরা সুযোগ পাচ্ছেন, যেটা ভাল খবর। আমার মনে হয় না এই নিয়ে ওরা (নির্বাচকরা) পূজারা, রাহানে বা উমেশ যাদবে সঙ্গে কথা বলেছেন। উমেশ বিশ্বকাপে সুযোগ পেলে কিন্তু বরাবরই ভাল পারফর্ম করেছে।’ মত হরভজনের।

টি-টোয়েন্টি সিরিজের নির্বাচিত দল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও দীপক চাহার।

ওয়ান ডে সিরিজের নির্বাচিত দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিংহ ও দীপক চাহার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: নেতৃত্বে হরমনপ্রীত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা করল বিসিসিআই