Resort Politics: তেলাঙ্গানা, রাজস্থানের MLA-দের ‘নিরাপদে’ রাখতে কংগ্রেসের ভরসা ডিকে শিবকুমার

তেলাঙ্গানা, রাজস্থান সহ দেশের একাধিক রাজ্যে সম্পন্ন হয়েছে ভোট। রবিবার ৩ ডিসেম্বর ভোটের ফলাফল প্রকাশিত হতে চলেছে। এদিকে রাজস্থান, তেলাঙ্গানা নিয়ে সদ্য সামনে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। এদিকে ঘোড়া কেনা বেচার রাজনীতির কথা মাথায় রেখে কংগ্রেস কোনও রকমের ঝুঁকি নিতে রাজি নয়। কংগ্রেস চাইছে তাদের দলের তেলাঙ্গানা ও রাজস্থানের বিধায়করা ঘোড়া কেনাবেচার রাজনীতির হাত থেকে মুক্ত থাকুন। আর সেই নিরিখে দুই রাজ্যের বিধায়কদের নিরাপদে রাখতে কংগ্রেস ময়দানে নামাচ্ছে দক্ষিণী রাজনীতিতে কংগ্রেসের বিশ্বস্ত সেনাপতি ডিকে শিবকুমারকে।

সদ্য কর্ণাটকের ভোটে ডিকে শিবকুমার সযত্নে দলীয় রণনীতি স্থির করে হাত শিবিরকে কাঙ্খিত জয় এনে দিয়েছে। এরপর কর্ণাটকে ডিকে শিবকুমার কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী পদে বসলেও, দলীয় নানান দায়িত্বভার সামলে চলেছেন। কর্ণাটকের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে এবার রাজস্থান ও তেলাঙ্গানা ভোটের ফিনিশিং টাচে নামাতে চাইছে কংগ্রেস। যাতে ভোটের ফলাফলের পর ওই দুই রাজ্যে কংগ্রেস বিধায়করা ঘোড়া কেনাবেচার শিকার না হন, সেদিকে তাকিয়ে এই পদক্ষেপ করতে চলেছে কংগ্রেস। উল্লেখ্য, রাজস্থান, তেলাঙ্গানা, ছত্তিশগড়ের ভোটে ফলাফল প্রকাশিত হতে চলেছে রবিবার। বহু সমীক্ষক সংস্থাই আভাস দিয়েছে রাজস্থানে বিজেপি ও কংগ্রেসে কাঁটে কা টক্কর হতে পারে। অন্যদিকে, তেলাঙ্গানাতেও কংগ্রেসের পাল্লা ভারী। 

সেই জায়গা থেকে বিধায়কদের দলে ধরে রাখার বিষয়ে নজর বাড়াচ্ছে কংগ্রেস। জানা গিয়েছে, ওই দুই রাজ্যের কংগ্রেস প্রধান ও শিবকুমারকে ২ থেকে ৩ টি রিসর্ট দেখে নিতে বলা হয়েছে। সেখানে দলীয় বিধায়কদের রাখার নির্দেশও এসে গিয়েছে হাইকমান্ড থেকে। এছাড়াও মধ্যপ্রদেশে কংগ্রেস বিধায়করা যাতে নিরাপদে থাকেন, সেই দিকেও নজর বাড়ানোর কথা বলা হয়েছে। সব মিলিয়ে ঘোড়াকেনাবেচার রাজনীতির মোকাবিলা করতে কংগ্রেস আগেভাগেই রিসর্ট রাজনীতি নিয়ে কোমর কষছে। এরপর রবিবারের ফলাফল নির্ধারিত হবে দুই পার্টির ভাগ্য।

অঙ্কের হিসাব কষলে দেখা যাবে, যদি তেলাঙ্গানায় ১১৯ আসনের মধ্যে কংগ্রেস ৭০ টি জেতে তাহলে রিসর্টে বিধায়কদের আটকে নাও রাখতে পারে দল। তবে সংখ্যাটা ৭০ এর নিচে হলে বাসে বিধায়কদের নিয়ে আসা হতে পারে বেঙ্গালুরুতে। এদিকে, বিষয়টি নিয়ে শিবকুমার জানিয়েছেন, ‘পার্টি যা বলবে তাই মেনে চলতে হবে।’ যদিও তিনি বলছেন, এক্সিট পোলের হিসাবকে তিনি সেভাবে গুরুত্ব দেননা। তাঁর দাবি, ৫ রাজ্য়েই এগিয়ে থাকবে দল।