Sujoy Krishna Bhadra: নেই নিউরোলজিস্ট, সুজয়কৃষ্ণের জন্য মেডিক্যাল বোর্ড গড়তে পারল না জোকা ESI

আদালতের নির্দেশের পর সপ্তাহ ঘুরলেও বিশ বাঁও জলে SSKM হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া। জোকা ইএসআই হাসপাতালের তরফে ইডিকে জানানো হয়েছে, চিকিৎসক না থাকায় গঠন করা যাচ্ছে না মেডিক্যাল বোর্ড। ওদিকে ৩১ ডিসেম্বরের মধ্যে ইডিকে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে গোটা সপ্তাহে তদন্তের অগ্রগতি শূন্য।

গত শুক্রবার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PMLA আদালতে ইডির তরফে জানানো হয়, সুজয়কৃষ্ণের শারীরিক পরিস্থিতি নিয়ে SSKM-এর রিপোর্টে তাদের ভরসা নেই। হাসপাতালের মেডিক্যাল বোর্ড সুজয়কৃষ্ণকে ফিট ঘোষণা করলেও MSVPর বাধায় তাঁরা সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেননি। তাই কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালের চিকিৎসকদের দিয়ে সুজয়কৃষ্ণের শারীরিক পরীক্ষা করা দরকার।

ইডির এই আবেদনের প্রেক্ষিতে বিচারক জোকা ইএসআই হাসপাতালকে সুজয়কৃষ্ণের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করতে নির্দেশ দেন। নির্দেশে বলা হয়, হৃদরোগ বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও নাক কান গলা বিশেষজ্ঞকে দিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে জোকা ESIকে। সেই মেডিক্যাল বোর্ড সুজয়বাবুকে সুস্থ ঘোষণা করলে তাঁকে হেফাজতে নিয়ে জোকা ESI হাসপাতালে যাবে ইডি। সেখানে সংগ্রহ করা হবে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা।

সেকথা জানিয়ে গত সোমবার ছুটির দিন ইএসআই হাসপাতালকে ইমেল করে ইডি। কিন্তু তার পর ৪ দিন কাটলেও মেডিক্যাল বোর্ড গঠন হয়নি। জোকা ESI হাসপাতালের তরফে EDকে ইমেল করে জানানো হয়েছে, হাসপাতালে এখন কোনও স্নায়ুরোগ বিশেষজ্ঞ নেই। ফলে মেডিক্যাল বোর্ড গঠন করা যাচ্ছে না।

ইএসআই হাসপাতালের এই অসহায়তা জানার পর সোমবার ইডি ফের আদালতের দ্বারস্থ হয় কি না সেটাই দেখার।