Suvendu Adhikari: আমার সঙ্গে কথা হয়েছে, লোকসভা ভোটের আগে BJPর হয়ে মাঠে নামবেন CPM নেতারা: শুভেন্দু

লোকসভা নির্বাচনের আগে নিজের জেলা পূর্ব মেদিনীপুরের বসে যাওয়া সিপিএমের প্রবীণ নেতাদের বিজেপির হয়ে মাঠে নামাবেন বলে ঘোষণা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে খেজুরির কামারদায় বিজেপির জনসভায় একথা বলেন তিনি। এমনকী অনেক সিপিএম নেতার সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু। বিরোধী দলনেতার কথা শুনে হাসছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘সিপিএমের অনেক বলিষ্ঠ নেতা বাড়িতে বসে আছেন। তাদের সঙ্গে আমার কথা হয়েছে। ২টো ব্লকে তাঁরা আমার সঙ্গে কথা বলেছেন। আমি এই প্রবীণ নেতাদেরও লোকসভার আগে বিজেপির পক্ষে মাঠে নামাব। সব জায়গায় সিপিএমের সিনিয়র লিডার যারা বসে আছেন, সিপিআইএম একটা সময় করতেন জোতদার জমিদারের বিরুদ্ধে লড়াই করে ভাগচাষি, বর্গাদার, পাট্টাদারের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা লোকসভার আগে আমাদের সাথে নামবেন’।

শুভেন্দুবাবুর বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুজনবাবু বলেন, ‘উনি নিজের দলের লোক তৃণমূলে যাওয়া রুখতে পারছেন না। রোজ বিজেপি থেকে তৃণমূলে লোক পাঠাচ্ছেন। তিনি না কি সিপিএম নেতাদের বিজেপির হয়ে মাঠে নামাবেন? ওনার হয়তো নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। মোদী বলেছেন, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বামপন্থীদের ওপর আরও আক্রমণ করো।’

নন্দীগ্রাম আন্দোলনের পর খেজুরিসহ পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় সিপিএম কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়। পতন হয় লক্ষ্মণ শেঠের সাম্রাজ্যের। তার পর জেলার বহু সিপিএম নেতা নিষ্ক্রিয় হয়ে যান। অনেক চেষ্টাতেও তাদের ফের মাঠে নামাতে পারেনি আলিমুদ্দিন। এবার তাদের মাঠে নামানোর উদ্যোগ শুরু করলেন শুভেন্দু।