Suvendu Adhikari: সরকারি খরচে উত্তরবঙ্গে বিয়েবাড়িতে যাচ্ছেন মমতা, দাবি শুভেন্দুর

সরকারি টাকায় উত্তরবঙ্গে বেড়াতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভ্রাতুষ্পুত্রের বিয়েতে যোগদান করতে উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা। এর সঙ্গে সরকারি কর্মসূচির কোনও যোগাযোগ নেই।

শুক্রবার রাতে কল্যাণী জেএনএম হাসপাতালে আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, ‘ও বিয়েবাড়িতে যাচ্ছে। ওর ভাই কার্তিক না কে আছে একটা মোটকা। তার একটা ব্যাটা আছে, তার বিয়েবাড়িতে যাচ্ছে। সরকারি টাকায় পুলিশ নিয়ে, হেলিকপ্টার আর প্লেন নিয়ে বিয়েবাড়িতে যাচ্ছে। আমিও শিলিগুড়ি যাচ্ছি। আমি ওর মুখোশ খুলব’।

আগামী ৬ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরবেন ১২ ডিসেম্বর। সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কালিম্পংয়ে সরকারি অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। শিলিগুড়িতেও পরিষেবা প্রদান অনুষ্ঠানে থাকবেন তিনি। তবে সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের জন্য বিজনেস সামিট। ৭ ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের নিয়ে বিজনেস সামিটে অংশগ্রহণ করবেন তিনি।

রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনের সলতে পাকানোর পর্বের মধ্যেই উত্তরবঙ্গে তৃণমূলকে চাঙ্গা করতে মুখ্যমন্ত্রীর এই সফর। তবে এই সফরের সঙ্গে রাজনীতির যোগ মানতে নারাজ তৃণমূল।