AIDS medicine by WB govt: তিন মাসের ওষুধ আবার একসঙ্গে পাবেন AIDS রোগীরা, বিশেষ কারণে ফিরছে পুরনো নিয়ম

কোভিডের সময় এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের তিনমাসের ওষুধ একসঙ্গে দেওয়া হত। ফের সেই নিয়ম চালু হল। একবছরের বেশি এইচআইভি আক্রান্তদের জন্য এই নিয়ম জারি হল। এখন থেকে তাঁরা তিনমাসের ওষুধ একসঙ্গে পাবেন। ন্যাকো-র (ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন) তরফ থেকে এই বিষয়ে অনুমতি এসেছে। তার ভিত্তিতেই এই ব্যবস্থা শুরু করেছে স্বাস্থ্য দফতর। 

(আরও পড়ুন: মেক্সিকোর কঙ্কাল কি সত্যি ভিনগ্রহীর? DNA পরীক্ষার ফল দেখেই চমকে উঠলেন বিজ্ঞানীরা)

বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবসে এই কথা জানিয়েছেন রাজ্যের নোডাল সেন্টার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অধিকর্তা তথা বিখ্যাত এইচআইভি বিশেষজ্ঞ চিকিৎসক শুভাশিস কমল গুহ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, পশ্চিমবঙ্গকে ২০৩০ সালের মধ্যে এইচআইভি মুক্ত করার কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজ্যের এই কর্মসূচিকে সমর্থন করেছে । তাই ওষুধ দেওয়ার ব্যাপারে এই পদক্ষেপ আবার চালু করা হল।

২০২১ সালের পর ন্যাকো এইচআইভি সংক্রান্ত কোনও তথ্য ওয়েবসাইটে আপলোড করেনি। শেষ আপডেট অনুযায়ী, দেশে এইডস আক্রান্ত ২৩ লাখ। এর মধ্যে ৮১ হাজার শিশু। তাদের বয়স আবার ১৩ বছরের কম। তবে এখনও যথেষ্ট পরিমাণে রক্ত পরীক্ষা করা হয় না। রক্ত পরীক্ষা করে রোগ চিহ্নিত করা জরুরি। এর পিছনে বড় কারণ দেখালেন চিকিৎসক বিনয় গুছাইত।

(আরও পড়ুন: জিন পরীক্ষাই সংকেত দেয় ক্যানসারের! কাদের করাতেই হবে? জানিয়ে দিলেন বিজ্ঞানীরা) 

সংবাদমাধ্যমকে ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বিনয় গুছাইত জানাচ্ছেন, চিহ্নিত রোগী এবং সন্দেহভাজন এইচআইভি আক্রান্ত রোগীদের সংখ্যার মধ্যে অনেকটাই ব্যবধান। শতাংশের নিরিখে তা প্রায় ৩০ শতাংশ। অর্থাৎ,  এই সংখ্যা খুঁজে বের করে রক্ত পরীক্ষা করে চিহ্নিত করাটাই চ্যালেঞ্জ। 

রোগটি নিয়ে এখনও সামাজিক ছুঁতমার্গ কমেনি। সেই ছুঁতমার্গ এড়াতেই নয়া চিহ্নিতকরণ পদ্ধতি আবিষ্কার করেছে ন্যাকো এবং ট্রপিক্যাল। দুটি সংস্থা একযোগে দাবি করেছে এইচআইভি আক্রান্তের সামাজিক সুরক্ষার জন্য নাম পরিচয়ের বদলে ইউনিক আইডি পরিচয় চালু হয়েছে । এই আইডি ন্যাকোর ‘কনফিডেনশিয়াল পোর্টালে’ নথিভুক্ত থাকে। সঙ্গে থাকে সবুজ বই। আক্রান্ত দেশের যে কোনও প্রান্তে থাকা স্বাস্থ্যকেন্দ্র থেকে স্মার্টফোনে ছবি পাঠালে অথবা প্রতিনিধির মাধ্যমে পাঠানোর ব্যবস্থা চালু আছে।