Civic Volunteer: সিভিকের ‘চাকরি’ দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ TMC নেতার বিরুদ্ধে

এবার সিভিক ভলান্টিয়ারের ‘চাকরি’ করে দেওয়ার নামে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগকারিনীও একজন তৃণমূলকর্মী। অভিযুক্ত ফুলিয়া টাউনশিপ এলাকায় তৃণমূলের আহ্বায়ক সুপ্রভাত সরকার। টাকা ফেরতের আশায় শুক্রবার তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মালা শর্মা নামে এক মহিলা।

মালাদেবীর দাবি, সুপ্রভাববাবু তাঁদের পারিবারিক বন্ধু। দীর্ঘদিন ধরে যাতায়াত তাঁদের পরিবারে। সম্প্রতি তিনি ছেলের চাকরির জন্য তাঁর কাছে আবেদন করেন। জবাবে সুপ্রভাতবাবু বলেন, ১ লক্ষ টাকা জোগাড় করতে সিভিক ভলান্টিয়ারের ‘চাকরি’ হতে পারে ছেলের। টাকা জোগাড় করতে নিজের সঞ্চয় ভাঙেন মালাদেবী। ২ কিস্তিতে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা তুলে দেন সুপ্রভাতবাবুর হাতে। কথা ছিল ৩ মাসের মধ্যে ছেলের চাকরি হবে। কিন্তু ৬ মাস ঘুরলেও নিয়োগ পাননি ওই যুবক।

এর পর সুপ্রভাতবাবুর কাছে টাকা ফেরত চান মালাদেবী। অভিযোগ, তখন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন ওই তৃণমূল নেতা। এমনকী হুমকি দেন বলে অভিযোগ। উপায়ান্তর না দেখে শুক্রবার থানায় গিয়ে সুপ্রভাতবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মালাদেবী।

অভিযোগ অস্বীকার করে সুপ্রভাতবাবু বলেন, শুধু ফুলিয়া কেন, সারা পশ্চিমবঙ্গে কেউ বলতে পারবে না আমি কারও কাছ থেকে টাকা নিয়েছি। লোকসভা ভোটের আগে আমাকে কালিমালিপ্ত করতে এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে।