EURO 2024 Draw Highlights: Italy, Spain And Croatia In Same Group, Germany Vs Scotland Opening Game

নয়াদিল্লি: বেজে গেল ইউরো কাপের (EURO CUP) দামামা। ২০২৪ সালে হবে ইউরো কাপ। ফুটবলে ইউরোপ সেরা কে, নির্ধারিত হবে ২৪ দলের লড়াইয়ে। ইউরো কাপের ড্র প্রকাশিত হল শনিবার। 

২৪টি দলকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। কেমন হয়েছে সেই গ্রুপবিন্যাস, দেখে নিন।

গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি ও স্যুইৎজ়ারল্যান্ড।

গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি ও আলবানিয়া।

গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া ও ইংল্যান্ড।

গ্রুপ ডি: প্লে অফ উইনার এ, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স।

গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া ও প্লে অফ উইনার বি।

গ্রুপ এফ: তুরস্ক, প্লে অফ উইনার সি, পর্তুগাল ও চেচিয়া।

ইউরো চ্যাম্পিয়নশিপের এবার ১৭তম বর্ষ। এবারের ইউরো কাপের আয়োজক জার্মানি। মোট ৫১টি ম্যাচ খেলা হবে টুর্নামেন্টে। ১৪ জুন শুরু হবে টুর্নামেন্ট। ১৪ জুলাই মিউনিখ ফুটবল এরিনায় হবে ফাইনাল ম্যাচ।

 

গ্রুপবিন্যাসের পর আলোচনা শুরু হয়ে গিয়েছে গ্রুপ বি নিয়ে। যে গ্রুপে রয়েছে স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া – বিশ্ব ফুটবলের তিন শক্তিশালী দেশ। এই গ্রুপকেই গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। আয়োজক দেশ জার্মানি সহজ গ্রুপে পড়েছে। তাদের সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও স্যুইৎজ়ারল্যান্ড। ইংল্যান্ড রয়েছে গ্রুপ সি-তে। সঙ্গে স্লোভেনিয়া, ডেনমার্ক ও সার্বিয়া। বিশ্বকাপের রানার্স ফ্রান্স রয়েছে গ্রুপ ডি-তে। বেলজিয়াম রয়েছে গ্রুপ ই-তে। গ্রুপ এফ-এ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

 

ইউরো কাপের উদ্বোধনী ম্যাচেই নামবে আয়োজক দেশ জার্মানি। কাতার বিশ্বকাপ দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কেটেছিল জার্মানির। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। তবে এবার দেশের মাটিতে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। বিশ্বের সামনে দেখিয়ে দেওয়ার সুযোগ যে, জার্মানির ফুটবল এখনও শেষ হয়ে যায়নি। প্রথম ম্যাচে তাদের সামনে স্কটল্যান্ড। 

আরও পড়ুন: Moahmmed Shami Exclusive: গোড়ালিতে চোট, মুম্বইয়ে চলছে চিকিৎসা, শামির খেলা নিয়ে আচমকা অনিশ্চয়তা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।