IND Vs AUS: Rinku Singh Will Have To Fight For T20 World Cup Spot As A Finisher, Feels Ashish Nehra

বেঙ্গালুরু: আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ় ও মার্কিন মুলুক মিলিয়ে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে কি সুযোগ পাবেন রিঙ্কু সিংহ (Rinku Singh)? যিনি আইপিএলে নজর কেড়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। আর তারপর ভারতীয় দলে সুযোগ পেয়েই হইচই ফেলে দিয়েছেন। প্রত্যেক ম্যাচেই ধারাবাহিকভাবে রান করছেন।

অনেকেই মনে করছেন, ভারতের টি-টোয়েন্টি দলে ফিনিশার হতে পারেন রিঙ্কু। মহেন্দ্র সিংহ ধোনির অবসরের পর থেকে সেভাবে ফিনিশার খুঁজে পায়নি ভারতীয় ক্রিকেট দল। মাঝে ঋষভ পন্থ বা হার্দিক পাণ্ড্যরা জ্বলে উঠলেও, দুজনই চোটের জন্য জাতীয় দলের বাইরে। এই পরিস্থিতিতে রিঙ্কুই হতে পারেন টিম ম্যানেজমেন্টের সেরা বাজি।

যদিও আশিস নেহরা মনে করেন না যে, রিঙ্কুর দলে ঢোকার পথ খুব একটা মসৃণ হবে। ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের অনলাইন সম্প্রচারের দায়িত্বে জিও সিনেমা। সেখানে একটি আলোচনায় নেহরা বলেন, ‘কোনও সন্দেহই নেই যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে ঢোকার দাবিদার রিঙ্কু সিংহ। কিন্তু বিশ্বকাপ এখনও বেশ দেরি রয়েছে আর যে জায়গাটি নিয়ে ও লড়াই করছে সেখানে ঢোকার একাধিক দাবিদার। জিতেশ শর্মা, তিলক বর্মাদের দেখুন। শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্য কোন জায়গায় খেলতে চায় সেটাও দেখতে হবে।’

কোচ হিসাবে গুজরাত টাইটান্সকে প্রথম বছরেই আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন নেহরা। তিনি যোগ করেছেন, ‘১৫ সদস্যের দলে কটা জায়গা খালি আছে দেখতে হবে। তবে একটা ব্যাপার নিশ্চিত যে, ও সকলের চোখ খুলে দিয়েছে। সকলকে চাপে ফেলে দিয়েছে। তবু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনেকটা রাস্তা বাকি। এরপর দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে, আইপিএল রয়েছে।’

রিঙ্কু সিংহ (Rinku Singh) জাতীয় দলে সুযোগ পেয়েই ফুল ফোটাচ্ছেন। প্রত্যেক ম্যাচেই ঝোড়ো ইনিংস খেলছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৯ বলে ৪৬ রান করেছিলেন। যে ইনিংসে ছিল জোড়া ছক্কা। একটি ছক্কা একশো মিটার দূরত্ব অতিক্রম করেছিল।

কী করে এত বড় ছক্কা মারেন রিঙ্কু? উত্তর প্রদেশের তারকা নিজেই সেটা ফাঁস করলেন। রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম উইকেটে ঝোড়ো ৫৬ রান যোগ করেন রিঙ্কু ও জিতেশ শর্মা। জিতেশ ম্যাচের পর স্বীকার করে নেন যে, রিঙ্কুর আগ্রাসী ব্যাটিং তাঁর ওপর থেকে চাপ কমিয়ে দিয়েছিল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের হয়ে রিঙ্কুর সঙ্গে কথা বলেন জিতেশ। ম্যাচের শেষে জিতেশই রিঙ্কুর কাছে জানতে চান, কীভাবে এত বড় ছক্কা মারেন রিঙ্কু? তাতে কেকেআর তারকা বলেন, ‘আমি ওজন তুলতে পছন্দ করি। তার থেকেই আমি আরও শক্তিশালী হয়েছি।’

আরও পড়ুন: Moahmmed Shami Exclusive: গোড়ালিতে চোট, মুম্বইয়ে চলছে চিকিৎসা, শামির খেলা নিয়ে আচমকা অনিশ্চয়তা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।