IPL 2024: Rishabh Pant To Replace MS Dhoni In Chennai Super Kings? Ex-India Star’s Big Claim

বেঙ্গালুরু: ঠিক এক বছর আগের ডিসেম্বর। বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হয়েছিল ঋষভ পন্থের (Rishabh Pant)। অল্পের জন্য প্রাণরক্ষা হয় তরুণ উইকেটকিপার-ব্যাটারের। তারপর থেকে মাঠের বাইরে পন্থ। ফিট হয়ে ওঠার জন্য লড়াই করছেন।

গত আইপিএলে (IPL) খেলতে পারেননি। তবে তাঁকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এবার দিল্লির জার্সিতেই এক বছর পর বাইশ গজে ফিরবেন ঋষভ। তার আগে জোরকদমে প্রস্তুতি সেরে নিচ্ছেন। মাঝে মধ্যেই নিজের ফিটনেসের আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পন্থ। রবিবার তাঁর শরীরচর্চার একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে জিমে কসরত করতে দেখা যাচ্ছে রুরকির তরুণ ক্রিকেটারকে। ভক্তরাও তা দেখে আশায় বুক বাঁধছেন। ফের ব্যাট হাতে পন্থকে মাঠে দেখতে মুখিয়ে সকলে।

এর মধ্যে শোরগোল পড়ে গিয়েছে একটি আলোচনাকে ঘিরে। চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলই হয়তো শেষ আইপিএল হতে পারে মহেন্দ্র সিংহ ধোনির। পরের আইপিএলে মাহিকে দেখা যাবে কি না, কোনও নিশ্চয়তা নেই। ধোনির বিদায়ের পর কি পন্থকে সেই জায়গায় দলে নেবে চেন্নাই সুপার কিংস?

জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত অন্তত সেরকমই মনে করছেন। জানিয়েছেন, ধোনির আদর্শ বিকল্প হতে পারেন পন্থ। রুরকির উইকেটকিপার-ব্যাটারকে ধোনির বিকল্প হিসাবে দলে পেতে ঝাঁপাতে পারে পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে।

একটা দুর্ঘটনা কীভাবে সব ওলটপালট করে দিতে পারে তার অন্যতম উদাহরণ ঋষভ পন্থের জীবন। ছুটিতে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন গত ডিসেম্বরের এক রাতে। সেই সময় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। তারপর থেকে দীর্ঘদিন শয্য়াশায়ী ছিলেন। ডান হাঁটুতে হয়েছে একাধিক অস্ত্রোপচার। একটু সুস্থ হতেই বিছানা ছেড়েছেন পন্থ। ব্যাট বলের বৃত্তে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। চোটের জন্য গত মরসুমের আইপিএলে অংশ নিতে পারেননি। সেই সঙ্গেই বিশ্বকাপ-সহ একাধিক টুর্নামেন্টে দেখা যায়নি পন্থকে। তবে এবার ফেরার লড়াই শুরু করেছেন। দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরে সম্প্রতি কলকাতায় এসেছিলেন। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় ও কোচ রিকি পন্টিংয়ের কাছে তালিমও নেন তিনি।

কবে ফের ব্য়াট হাতে মাঠে ফিরবেন পন্থ, উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন ভক্তরা।

আরও পড়ুন: Vijay Hazare Trophy: বিরাট জয়ের পরেও গ্রুপ শীর্ষে থাকা নিয়ে সংশয়, পাঞ্জাব ম্যাচের অঙ্ক কষা শুরু বাংলার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।