Suvendu Adhikari: এই সরকার ২৬ সাল পর্যন্ত চলবে না, এই চোর মমতা তার বংশসহ বিদায় হবে: শুভেন্দু

তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পরেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই সরকার ২৬ সাল পর্যন্ত চলবে না। এই চোর মমতা তার বংশসহ বিদায় হবে।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘এ জিনিস পশ্চিমবঙ্গতেও হবে। লোকসভায় দেখে নেবেন। লাফাচ্ছে, পিসি আর ভাইপো। ধ্বংস হয়ে যাবে। গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষও উত্তেজনায় ফুটছে’।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চিত থাকতে পারেন, এই সরকার ২৬ সাল পর্যন্ত চলবে না। লোকসভায় যে বিপুল জনসমর্থন আসছে নরেন্দ্র মোদী ও জাতীয়তাবাদের পক্ষে এই চোর মমতা তার বংশসহ বিদায় হবে। আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আছে’।

শুভেন্দুবাবুর দাবি, ‘যারা এই ভোটকে সেমিফাইনাল বলেছিল, সেই তৃণমূল – দেশবিরোধীদের গালে চড় মেরেছে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিসগড়ের জনতা’।

তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, ‘এদের যাওয়ার সময় হয়ে গেছে এবার পশ্চিমবঙ্গ থেকে সাফ করব। দেখবেন কী করি আমরা। সাঁড়াশি আক্রমণ থেকে কাল থেকে’।

শুভেন্দুবাবু জানান, ছত্তিসগড়ে বাঙালি অধ্যুষিত এলাকায় ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। সেজন্য তাঁকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার রমন সিং। ছত্তিসগড়ে বাঙালি অধ্যুষিত এলাকায় ভোটপ্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ‘মোদী – মোদী’ স্লোগান তোলেন শুভেন্দু। বলেন, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। এটা তো শুধু ঢেউ উঠেছে। সুনামি দেখা এখনো বাকি আছে।