Suvendu Adhikari: BJPকে একতরফা ভোট দিয়েছে বাঙালিরা, ৩ রাজ্যে গেরুয়া ঝড়ে মোদীকে শুভেচ্ছা শুভেন্দুর

গোবলের তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানালেন মোদী, শাহ ও জেপি নড্ডাকে। একই সঙ্গে ছত্তিসগড়ে বাঙালিরা বিজেপির পক্ষে ভোট দিয়েছেন বলে দাবি করে তাঁদের ধন্যবাদ জানালেন শুভেন্দুবাবু।

রবিবার দুপুরে শুভেন্দুবাবু এক্স হ্যান্ডেলে লেখেন, ম্যান অফ দ্য মোমেন্ট, লিজেন্ড, ম্যাজিশিয়ান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিসগড়ে গেরুয়া তুফানের জন্য গেরুয়া শুভেচ্ছা। ব্যাপক বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই অমিত শাহজি, জেপি নড্ডাজি ও বিজেপির সমস্ত কর্মীদের।

তিনি লিখেছেন, ছত্তিসগড়ে আমাকে প্রচারে আমন্ত্রণ জানানোর জন্য সেখানকার বিজেপি নেতাদের বিশেষ করে ধন্যবাদ। কৃতজ্ঞতা বিজেপির ব্যাপক জয়ে আমাকে অবদান রাখার সুযোগ করে দেওয়ার জন্য। ছত্তিসগড়ের বাঙালিরা একতরফা ভাবে বিজেপিকে ভোট দিয়েছেন।

রবিবার দেশের ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। এর মধ্যে রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তিসগড়ে সরকার গড়ার মতো জায়গায় চলে গিয়েছে বিজেপি। এর মধ্যে একমাত্র রাজস্থানেই বিজেপি জিততে পারে বলে আভাস ছিল বুথফেরত সমীক্ষায়। বাকি ২ রাজ্যে এগিয়ে ছিল কংগ্রেস। রবিবার সকালে ভোটগণনা শুরু হলে উল্টে যায় ছবিটা।