জাতীয় সংগীত অবমাননা মামলায় হাইকোর্টের দ্বারস্থ বিজেপি, আজই শুনানি

বিধানসভা চত্বরে জাতীয় সংগীত অবমাননার অভিযোগের তদন্তে লালাবাজারে তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়করা। সোমবার কলকাতা পুলিশের তলবে রক্ষাকবচের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি বিধায়করা।

সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চে বিজেপি বিধায়করা অভিযোগ করেছেন, ‘জাতীয় সংগীত অবমাননার নামে আসলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। জাতীয় সংগীত গাওয়ার আগে ঘোষণা করা হয়নি। আর শোরগোলের জেরে জাতীয় সংগীত যে বাজছিল তা শোনা যায়নি।’ সোমবার বেলা ১টায় মামলাটির শুনানি হওয়ার কথা।

গত বুধবার কলকাতায় অমিত শাহের সভার দিন বিধানসভায় আম্মেদকর মূর্তির পাদদেশে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধরনায় বসে তৃণমূল। সেই ধরনায় ‘মোদী ও শাহ চোর’ স্লোগান ওঠে। সেকথা জানতে পেরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে পৌঁছে পালটা চোর স্লোগান দেন বিজেপি বিধায়করা। এর পরই তাঁর অনুমতি ছাড়া বিধানসভা চত্বরে কোনও কর্মসূচি করা যাবে না বলে ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ধরনা শেষে জাতীয় সংগীত গান তৃণমূল বিধায়করা। অভিযোগ তখনও স্লোগান দিচ্ছিলেন বিজেপি বিধায়করা। একথা জানিয়ে স্পিকারকে চিঠি দেয় তৃণমূলের পরিষদীয় দল। স্পিরা ডিসি সেন্ট্রালকে তলব করে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ দায়ের করে। তাড়াহুড়োয় অযুক্তিদের তালিকায় নাম চলে যায় আলিপুরদুয়ারের দলবদলু বিধায়ক সুমন কাঞ্জিলালের।