প্রথম দিন ভোটের প্রচারে বেরিয়েই বিপাকে শাকিব, শোকজ করল নির্বাচন কমিশন

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। বাংলাদেশের বিরোধী দলগুলি নির্বাচনী নির্ঘণ্ট প্রত্যাহারের দাবি জানালেও তাতে সায় দেয়নি নির্বাচন কমিশন। আর ভোটের দিন এগিয়ে আসতেই জোর কদমে প্রচারের ময়দানে নেমে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগ। এবার আওয়ামী লিগের অন্যতম তারকা প্রার্থী হয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক শাকিব আল হাসান। এই প্রথম রাজনীতির ময়দানে লড়াইয়ে নেমেছেন তিনি। দলের প্রার্থী ঘোষণা হওয়ার পরেই প্রথম দিন প্রচারে বেরিয়েই বিপাকে পড়লেন বাংলাদেশি ক্রিকেট অধিনায়ক। আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগে তাঁকে শোকজ করল নির্বাচন কমিশন।

আরও পড়ুন: একাধিকবার হেরেছেন, মার খেয়েছেন, তবু বাংলাদেশের নির্বাচনে ফের প্রার্থী হিরো আলম

মাগুরা-১ নম্বর আসনে প্রার্থী করা হয়েছে ক্রিকেটার শাকিব আল হাসানকে। নির্বাচনী বিধি ভাঙার জন্য আজ শুক্রবার বিকেলে নির্বাচনী সার্চ কমিটির কাছে সশরীরে হাজির হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মাগুরা-১ নির্বাচনী সার্চ কমিটির যুগ্ম জেলা ও দায়রা বিচারক সত্যব্রত শিকদারের সই করা ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, শাকিব আল হাসান কামারখালি এলাকায় একটি কনভয় নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। যা নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী। তিনি  রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য আচরণবিধির ধারা ৬(ডি), ৮(এ), ১০(এ) এবং ১২ লঙ্ঘন করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব দিতে বলা হয়েছে অধিনাযককে।

প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আচরণবিধি অনুসারী কোনও রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ট্রাক, বাস, বাইক বা কোন গাড়ি নিয়ে প্রচারে বের হতে পারবেন না। তবে হুড খোলা গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারে দেখা যায় শাকিবকে। সেই কারণে তাঁকে শোকজ করা হয়েছে। এদিন শাকিবের প্রচার অভিযানকে কেন্দ্র করে হাজার হাজার সমর্থকদের ভিড় দেখা যায়। যদিও আওয়ামী লিগের বক্তব্য, সেখানে কোনও রাজনৈতিক নেতা কর্মী জড়ো হননি। ক্রিকেটপ্রেমীরা জড়ো হয়েছেন। ফলে তিনি নির্বাচন বিধি লঙ্ঘন করেনি বলে দাবি করেছেন জেলা আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ হায়দার।উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে। শাকিব এদিন দুপুরে রিটার্নিং অফিসার মহম্মদ আবু নাসের বেগের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।