হায়দরাবাদে ভরাডুবি কংগ্রেসের, হারলেন মহম্মদ আজহারউদ্দিনও

রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে কংগ্রেসের ভরাডুবি হলেও তেলাঙ্গানায় জয়ী হয়েছে। সেখানে কার্যত কংগ্রেসের ঝড় দেখা গিয়েছে। তা সত্ত্বেও তেলাঙ্গানায় জিততে পারলেন না কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। বিআরএস প্রার্থী মাগানথি গোপীনাথের কাছে প্রায় ১৬ হাজার ভোটে পরাজিত হলেন প্রাক্তন ক্রিকেটার।

আরও পড়ুন: ‘তিসরি বার মোদী সরকার’, সংসদে উঠল স্লোগান, ‘PM-কে দেখেছি….’, কটাক্ষ অধীরের

এর আগে অন্যান্য রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তেলাঙ্গানায় প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আজহারউদ্দিন। তিনি রাজ্যের জুবিলি হিলস আসন থেকে কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন। ২৬ রাউন্ড গণনা শেষে আসনটিতে মোট ৬২,৩৪৩ টি ভোট পেয়েছেন আজহারউদ্দিন। অন্যদিকে, গোপীনাথ ৭৮,২৮২টি ভোট পেয়েছেন। এছাড়া, বিজেপির লঙ্কালা দীপক রেড্ডি সেখানে পেয়েছেন ২৫,০৮৩টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। আগেরবার অর্থাৎ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে সেখান থেকে জয়ী হয়েছিলেন গোপীনাথ। ফলে এবারও সেখানে আসন ধরে রাখল বিআরএস। জুবিলি হিলস আসনটি হায়দরাবাদে অবস্থিত। হায়দরাবাদে মোট ১৫ টি আসন রয়েছে। তবে আজহারউদ্দিন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করায় এবার অনেকের নজর ছিল এই আসনের ভোটের ফলাফলের ওপর। সবমিলিয়ে গ্রেটার হায়দরাবাদে মোট ২৪টি আসন আছে। এর মধ্যে শহরতলির আসনগুলিতে জিতেছে বিআরএস। মূল হায়দারাবাদের সাতটি আসনে জিতেছে মিম। একটি আসনে জিতেছে বিজেপি। একটিও আসন পায়নি কংগ্রেস। 

উল্লেখ্য, এর আগে মহম্মদ আজহারউদ্দিন ২০০৯ সালে কংগ্রেসের হয়ে উত্তরপ্রদেশের মোরাদাবাদ আসনে লড়েছিলেন। সেখানে তিনি জয়ী হয়েছিলেন। সে সময় বিজেপির প্রার্থী কুনওয়ার সর্বেশ কুমার সিংকে পরাজিত করে তিনি জিতেছিলেন আজহার। এরপর ২০১৪ সালে রাজস্থানের টঙ্ক-সাওয়াই মাধোপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আজহার। কিন্তু সেবার তাঁকে হারের মুখ দেখতে হয়। আজহারউদ্দিন বিজেপি প্রার্থী সুখবীর সিং জৌনপুরিয়ার কাছে পরাজিত হন। আর এবার তেলাঙ্গাতেও হারের মুখ দেখতে হল প্রাক্তন ক্রিকেটারকে। উল্লেখ্য, তেলাঙ্গানায় বিধানসভার ১১৯ টি আসন রয়েছে যার মধ্যে ২০১৮ সালে সেখানে বিআরএসএস পেয়েছিল ৮৮ টি আসন এবং কংগ্রেস পেয়েছিল ১৯ টি। তবে এবার সেখানে কংগ্রেস পেয়েছে ৬৫ আসন এবং বিআরএস পেয়েছে ৩৯ টি আসন। এছাড়াও বিজেপি  জয়ী হয়েছে ৮ টি আসনে।