Abhishek Banerjee: প্রথম দিন থেকে বলছি… ভুল শুধরে নিন, কংগ্রেসকে টিপস দিলেন অভিষেক

ভোটের ফলাফল ঘোষণার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের উদ্দেশ্য করে বলেছিলেন আপনারা শুধরে যান। মূলত দুর্নীতির প্রসঙ্গে বলতে গিয়ে তিনি একথা বলেছিলেন।

আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কংগ্রেসকে সতর্ক করে দিলেন আপনারা ভুল শুধরে নিন। আসলে তিন রাজ্য়ে কুপোকাত হয়েছে কংগ্রেস। তবে সোমবার এনিয়ে প্রশ্ন করতেই দমদম বিমানবন্দর চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, যাঁরা জয়ী তাঁদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।পরাজিতদের বলব ভুল সংশোধন করে পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে হবে। কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব আত্মতুষ্টিতে ভুগছে। প্রথম দিন থেকে বলছি যে যেখানে শক্তিশালী তাকে সেখানে লড়তে দেওয়া হোক। সেটা করলেই বিপর্যয় হত না।

সেই সঙ্গেই অভিষেকের সংযোজন, কংগ্রেসের অন্যদের পাশে সরিয়ে রেখে চলার যে মানসিকতা তা যদি ৬ মাস, এক বছর আগে সংশোধন করে নিত তাহলে এমনটা হত না।আমরাও তো নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। ২০১৯ সালে ভালো ফল হয়নি। কোথাও কী ভুলত্রুটি ছিল, তা বুঝে একুশে পদক্ষেপ নিয়েছি, জিতেওছি।

কংগ্রেসকে কার্যত পরামর্শ দিলেন অভিষেক। আর ইন্ডিয়া জোটের ভবিষ্যত নিয়ে অভিষেক বলেন, ভবিষ্যত আমি বা আমরা ঠিক করব না। ভবিষ্যত ঠিক করবেন মানুষ। তিনি বলেন, সময় কম। সকলে হাত মিলিয়ে আগামী নির্বাচনে লড়তে হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তিনি রাজ্যে কার্যত গেরুয়া ঝড়। খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। আর সেই জায়গায় এবার সরকার গড়বে বিজেপি। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ইন্ডিয়া জোটকে সামনে রেখে বিজেপিকে পরাস্ত করার স্বপ্ন দেখছেন অনেকেই। কিন্তু সেই জোটের প্রধান দল কংগ্রেসের কী যে দুরাবস্থা তা এবারের ভোটেই পরিষ্কার। সেক্ষেত্রে সেই পরাজিত দলকে সামনে রেখে গেরুয়া ব্রিগেডের সঙ্গে লড়া কতটা সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে এই ফলাফল গোটা দেশজুড়েই বিজেপি কর্মীদের চাঙা করেছে অনেকটাই।