Abhishek Banerjee: যারা হেরেছেন তাঁরা কারণ পর্যালোচনা করুন, ৫ রাজ্যের ফল নিয়ে মুখ খুললেন অভিষেক

কলকাতায় ফিরে তিন রাজ্যের ফল নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেলন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বিজেপিকে জয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, যাঁরা নির্বাচনে পরাজিত হয়েছেন তাঁরা নিজেদের ভুলত্রুটি গুলো পর্যালোচনা করুন। আগামী দিনে যেন এই ভুল না ঘটে। তাঁরাও মানুষের স্বার্থে গঠনমূলক ভাবে কাজ করতে পারেন আমি অনুরোধ করব। যারা জিতেছেন তাঁদের শুভেচ্ছা।

এই জয় কি লোকসভা নির্বাচনে বিজেপিকে অক্সিজেন দেবে? জবাবে অভিষেক বলেন, অক্সিজেন দেব না কার্বন ডাই অক্সাইড তা মানুষ ঠিক করবে। ২০১৮ সালে যখন তিনটে রাজ্যে যখন কংগ্রেস জিতেছিল তখন সবাই বলেছিল যে এর প্রভাব ২০১৯ এর লোকসভা ভোটে পড়বে না। সেটা বিজেপির তরফেই বলা হয়েছিল। তাদের এই যুক্তি ধরলে ২০২৪ এ পড়বে না। হাতে সময় কম। সময় অপচয় না করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে অভিষেক বলেন, ইন্ডিয়ার ভবিষ্যৎ মানুষ ঠিক করবে। যাঁরা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করে তাঁরা রাজনৈতিকভাবে দেউলিয়া। এই রাজনীতি চিরস্থায়ী হয় না। এদর রাজনৈতিক পতন সময়ের অপেক্ষা।