Abhishek Banerjee: শুভেন্দুকে পকেটমার বলে আক্রমণ করলেন অভিষেক

‘চোর’ স্লোগান নিয়ে যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পকেটমার বললেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, নারদকাণ্ডে কেন গ্রেফতার হলেন না শুভেন্দু অধিকারী?

সোমবার দমদম বিমানবন্দরে অভিষেক বলেন, ‘যে সব থেকে বেশি চিৎকার করছে তাঁকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে। একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরই সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম, মদন মিত্রকে গ্রেফতার করা হল। শুভেন্দু কেন গ্রেফতার হলেন না?’

এর পরই শুভেন্দুকে আক্রমণ করে তিনি বলেন, ‘ছোটবেলায় মা-ঠাকুমার কাছ থেকে গল্প পড়তাম পকেটমার হইতে সাবধান। রাস্তায় যাঁরা চুরি করে, পকেটমারি করে, তাঁদের দেখবেন চুরির পর দূরে দাঁড়িয়ে নিজেরাই চোর বলে চিৎকার করে। এরা সেই পকেটমার।’

সোমবার রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যয়াকে উদ্দেশ করে চোর চোর স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। এর পর অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কটের ডাকও দেয় বিজেপি।

বিকেলে আম্মেদকর মূর্তির পাদদেশে ‘মমতা চোর’ লেখা জামা পরে ধরনায় বসেন বিজেপি বিধায়করা। সেই সভাতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার চোর বলে আক্রমণ করেন শুভেন্দু।