CBI Raid in ₹100 Crore Bank fraud Case: কলকাতায় সরকারি ব্যাঙ্কে ১০০ কোটির প্রতারণা! নিউটাউনে তল্লাশি অভিযান CBI-এর

এক সরকারি ব্যাঙ্কে ১০০ কোটি টাকা প্রতারণা মামলার তদন্তে নেমে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। এই মামলায় তদন্তের স্বার্থে আজকে সকালে নিউটাউনের একাধিক জায়গায় অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, সোমবার সিবিআই কর্তারা এক ব্যাঙ্ককর্মীর বাড়িতে অভিযান চালায়। দত্তাবাদ রোডে সেই ব্যাঙ্ককর্মীর বাড়িতে অবশ্য ঠিক কী কারণে সিবিআই গিয়েছে, তা স্পষ্ট নয়। তবে সকাল দশটা নাগাদ সেখান থেকে সেই ব্যাঙ্ক কর্মীকে সঙ্গে করে নিয়ে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান। অবশ্য তাঁদের পরবর্তী গন্তব্য কোথায়, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। (আরও পড়ুন: ফারাক্কায় রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গগামী ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, আগুন লাগল ইঞ্জিনে)

আজ সকাল ৯টা নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়েছিলেন সিবিআই তদন্তকারীরা। নিটাউনে পৌঁছে তাঁরা বেশ কিছু স্থানে তল্লাশি চালান। দত্তাবাদ রোডে গিয়ে উল্লেখিত ব্যাঙ্ক কর্মীর বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। ব্যাঙ্ককর্মীর ফ্ল্যাটে গিয়ে সিবিআই কর্তারা বেশ কিছুক্ষণ জেরা করেন সেই ব্যাঙ্ককর্মীকে। এরপর তাঁকে নিয়ে বেরিয়ে যান সিবিআই কর্তারা। এদিকে সেই ব্যাঙ্ককর্মীকে কেন জেরা করা হয়েছে, এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা এখনও সপষ্ট নয়। সেই ব্যাঙ্ককর্মী এই মামলায় সাক্ষী নাকি অভিযুক্ত, তাই সপষ্ট নয়। এই আবহে সেই ব্যাঙ্ককর্মীকে গ্রেফতার বা আটক করা হয়েছে কি না, তাও জানা যায়নি সিবিআই-এর তরফ থেকে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের জেরে টানা ৪ দিন বৃষ্টি হবে বাংলার জেলায় জেলায়, জেনে নিন পূর্বাভাস

এর আগে গত সপ্তাহে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি সহ রাজ্যের বহু জায়গায় হানা দিয়েছিল সিবিআই। সেটা অবশ্য ভিন্ন দুর্নীতি মামলায়। প্রথমে শোনা গিয়েছিল, বিধায়কের বাড়ি থেকে নাকি ২৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছিল সিবিআই। পরে সেই সংখ্যাটা বেড়ে ৩৫ লক্ষ হয়। রিপোর্টে দাবি করা হয়, বিধায়কের বিছানার তলা থেকে নাকি উদ্ধার হয়েছিল ১০ লক্ষ টাকা। এছাড়াও জাফিকুলের বাড়ি থেকে ১ কোজি সোনা উদ্ধার হয়। এই বিপুল সোনার গয়না ক্রয় করার কোনও নথি দেখাতে পারেননি জাফিকুল। যার ফলে ওই গয়না বাজেয়াপ্ত করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা। অনুমান করা হয়, মজুরি ও কর বাদে এই পরিমাণ সোনার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।